letra de shongrami - critical mahmood
[chorus: the melodian & critical]
সা রে সা রে গা মা
সা রে সা রে গা মা
সা রে সা রে গা মা সা (আমি সংগ্রামী)
সা রে সা রে গা মা
সা রে সা রে গা মা
সা রে সা রে গা মা সা (তুমি সংগ্রামী)
সা রে গা রে গা
গা রে গা মা পা
সা রে সা রে গা মা পা (সবাই সংগ্রামী)
সা রে সা রে গা মা
সা রে সা রে গা মা
সা রে সা রে গা মা সা
সা রে সা রে গা মা (সবাই সংগ্রামী)
সা রে সা রে গা মা
সা রে সা রে গা মা সা (সবাই সংগ্রামী সংগ্রামী)
সা রে সা রে গা মা (কারো হাতে তলোয়ার)
সা রে সা রে গা মা (কারো হাতে খাতা কলম)
সা রে সা রে গা মা সা (তবে সবাই সংগ্রামী)
সা রে গা রে গা (সবাই সংগ্রামী)
গা রে গা মা পা
সা রে সা রে গা মা পা (সবাই সংগ্রামী সংগ্রামী)
সা রে সা রে গা মা (কারো হাতে তলোয়ার)
সা রে সা রে গা মা (কারো হাতে খাতা কলম)
সা রে সা রে গা মা সা (তবে সবাই সংগ্রামী)
[verse 1: gxp]
চলে যুদ্ধ আমি সংগ্রামী সৈনিক
দৈনিক কাজ করি অক্লান্ত পাচঁভৌতিক
সমীচীন জ্ঞান মহান আল্লাহ পাকের দান
গান লিখি গাই জানি যতটুকুই যৌক্তিক
তারা করতে ভালোবাসে নিজেদের সুনাম
মান ছাড়া গান ছাইড়া কেমনে পদোন্নতি চান
যান শিল্প ছাইড়া শ্রান্তি বেইচা খান
নাইলে শ্রান্তি দিয়া নিজের যোগ্যতা কামান ভাই
কেউ কারো না কারো চিন্তা করি না
কারণ সময় খারাপ গেলে কেউ আইসা দেখেনা
হ, দিছে প্রেরণা বন্ধু আর বড় ভাইরা
গাছের আম খাইতে চাইলে খাও নিজে পাইড়া
নিচে পইড়া থাকবি কতোদিন আর
পার করতে হইবো এই আট কিলোমিটার
হাহ
কি যে কইরা খাবি জীবনে আর
পার করতে না পারলে আট কিলোমিটার
ঘুইরা দেখবি যখন পুরাটা পৃথিবী
তোরে শিখাইবো প্রকৃতি টিকা থাকার নানান কৌশল
স্বাধীন চিন্তাশক্তি ভালো খারাপ বাইছা নিবি যাতে
জাতি বলতে না পারে তোর সবকিছু নকল
ভালো ফসল পাবি তুই খাইটা যা
জিহাদের ময়দানে কাজে দে দক্ষতা
পরাজিত হবি খোঁচা দিবো সমাজ
কিন্তু জয়ী হইয়া দেখ তোর সাথে পুরা সভ্যতা
[chorus: the melodian & critical]
সা রে সা রে গা মা
সা রে সা রে গা মা
সা রে সা রে গা মা সা (আমি সংগ্রামী)
সা রে সা রে গা মা
সা রে সা রে গা মা
সা রে সা রে গা মা সা (তুমি সংগ্রামী)
সা রে গা রে গা
গা রে গা মা পা
সা রে সা রে গা মা পা (সবাই সংগ্রামী)
সা রে সা রে গা মা
সা রে সা রে গা মা
সা রে সা রে গা মা সা
সা রে সা রে গা মা (সবাই সংগ্রামী)
সা রে সা রে গা মা
সা রে সা রে গা মা সা (সবাই সংগ্রামী সংগ্রামী)
সা রে সা রে গা মা (কারো হাতে তলোয়ার)
সা রে সা রে গা মা (কারো হাতে খাতা কলম)
সা রে সা রে গা মা সা (তবে সবাই সংগ্রামী)
সা রে গা রে গা (সবাই সংগ্রামী)
গা রে গা মা পা
সা রে সা রে গা মা পা (সবাই সংগ্রামী সংগ্রামী)
সা রে সা রে গা মা (কারো হাতে তলোয়ার)
সা রে সা রে গা মা (কারো হাতে খাতা কলম)
সা রে সা রে গা মা সা (তবে সবাই সংগ্রামী)
[verse 2: critical]
কিছু ঠিক নাই
কারো পায়ে জমি কারো মাথায় ছাদ নাই
কারো view বেশি কিন্তু কোন মান নাই
সম্মান টাকা দিয়া বেচতে নাই
যেমন কিছু জ্ঞান বই পুস্তকে থাকে না
তাই ঘর বন্দি, ঘরের বাইরে টিকে না
সবাই স্কুলে টপ কিন্তু স্কুলের মানে বুঝে না
তাই তাদের গলাতে মাতবরি সাজে না সাজে না
সাজে বীর, খুবই অস্থির
ভালোবাসা বাদ খুইজা বেরাই তাকদির
শুইন্না দেখ সংগীত আমার গুরু-গম্ভীর
যার মনে যা, ফাল দিব ঠিকই থাকবোনা স্থির
দিন কাটে যার যেমনে যায়
কারো হামাগুড়ি নাইলে কারো ব্যস্ততায়
কেউবা রূপ দেখায়, আর কেউ মুখ লুকায়
ভুল ভ্রান্তি, শান্তি সবই চেতনায়
rrah…
কয় “যোগ্যতা নাই” (lol)
যোগ্যতা ঠিকঠাক টেনশন নাই
আমার ভাই কয় “যারা মাপে যোগ্যতা নাই
যাইয়া দেখ বাজান ওগোরই যোগ্যতা নাই”
বাস্তব টাইনা হাই!
সম্যানের সন্ধানে বাজনা বাজাই।
আমার ফ্যান বেইসের কারো ফোনে টিকটক নাই।
শালার খবিশের দল একটার ও ইজ্জত নাই!
[chorus: the melodian & critical]
সা রে সা রে গা মা (সবাই সংগ্রামী)
সা রে সা রে গা মা
সা রে সা রে গা মা সা (সবাই সংগ্রামী সংগ্রামী)
সা রে সা রে গা মা (কারো হাতে তলোয়ার)
সা রে সা রে গা মা (কারো হাতে খাতা কলম)
সা রে সা রে গা মা সা (তবে সবাই সংগ্রামী)
সা রে গা রে গা (সবাই সংগ্রামী)
গা রে গা মা পা
সা রে সা রে গা মা পা (সবাই সংগ্রামী সংগ্রামী)
সা রে সা রে গা মা (কারো হাতে তলোয়ার)
সা রে সা রে গা মা (কারো হাতে খাতা কলম)
সা রে সা রে গা মা সা (তবে সবাই সংগ্রামী)
[outro: critical]
sleekfreq on the beat!
critical
gxp
the melodian
underrated bangladesh
letras aleatórias
- letra de yin und yang - flouw
- letra de no soy lo que la gente dice que soy - talles espaciales
- letra de te lo tengo - los waraos
- letra de my mom your mom - the updog sugar muffins
- letra de asumat - rashid (rou)
- letra de your hand - celkilt
- letra de atitude - valas
- letra de парагамдам! (paragamdam!) - 2rbina 2rista
- letra de sweet - habe
- letra de portal's companion cube has a dark secret - matt patt (game therory)