letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de tin chaka - conclusion

Loading...

মহান আত্মা নেই তার
এভাবে বিবেচিত হয় সে
কেন থাকবে?

যখন আমরাই সব স্বীকার করে যাই।

তিন চাকা নিয়ে স্বপ্ন গড়তে চলেছে,
এই তীব্র আলোয় ঘেরা শহরে,
মহানের অশেষ দান কি সবাই পায়?
জীবনকে তিন চাকায় নিয়ে যেতে হয়।

অল্প সুখে সুখী সে
অল্প অর্থে জীবন টানে
অর্থহীন সব,
যখন সুখ থাকে তার প্রাণে

তিন চাকা নিয়ে স্বপ্ন গড়তে চলেছে,
এই তীব্র আলোয় ঘেরা শহরে,
মহানের অশেষ দান কি সবাই পায়?
জীবনকে তিন চাকায় নিয়ে যেতে হয়।

স্বপ্ন তার বহুদূর সূর্য সাগরের মাঝে
এখন তোমারা আমায় বলো
এভাবেই কি কষ্ট করলে
কেষ্ট মিলে?
এভাবেই কি কষ্ট করলে
স্রষ্টা মিলে?

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...