
letra de jodi bhabo pabe - chandrabindoo
Loading...
যদি ভাবো পাবে তাকে, যদি ভাবো পাবে
স্বপ্নের মেয়েটিকে বাস্তবে তুমি
যদি ভাবো খাবে, তার গালে চুমু খাবে
স্বপ্নের মেয়েটিকে বাসস্টপে তুমি
তবে ভুল, তবে ভুল, রূপকথা সমতুল
সেই কল্পনা অল্প না সৎ, বাছাধন
তুমি বড় বেশি চাও, দেশি বুলি কপচাও
গুরু, ছেড়ে দাও ফ্যান্টাসি নাচন-কোঁদন
যদি ভাবো যাবে, তুমি অ্যামেরিকা যাবে
স্বপ্নের নগরীর রাস্তাতে তুমি
বারে লুম্পেন আর শ্যাম্পেন পাবে
অফিস টাইমে হবে রাস, তাতে তুমি
তবে বোকা, তবে বোকা, কেন স্রেফ শুঁয়োপোকা
হতে পারে প্রজাপতি, আর মানুষ পারে না
যত বুঁচি-ক্ষেদি নয় মন্দিরা বেদি
আর মাধুরী দীক্ষিতের প্রেমিক থাকে না
তাই যেন চিরসুখ চায় মহা উজবুক
তুমি খুঁটে খুঁটে নিতে পারো আনন্দ কণা
যতই থ্রি-এক্স, আর যতই ফ্রি-সেক্স
গুরু, বাবারা যা পায়নি তা আমরা পাবো না
letras aleatórias
- letra de flor(r)ida - company located
- letra de 4:20 - yanix
- letra de china blue - girls at our best!
- letra de i know what it's like - hi-rez
- letra de live twice - alpha (rnb)
- letra de rock and roll - sunset sound mix - led zeppelin
- letra de ελένη βιτάλη (eleni vitali) - ypo
- letra de type (e) - eyedi
- letra de helen - via intercom
- letra de valley - pomagranite