letra de ebhabeo phire asha jay - chandrabindoo
ফিকে হয়ে আসা অন্ধকার
প্লাটফর্মে ধোঁয়া ওঠা চায়ের ভার
ফিকে হয়ে আসা অন্ধকার
প্লাটফর্মে ধোঁয়া ওঠা চায়ের ভার
জানলার কাঁচটাতে লেগে থাকা শূন্যতা
সশব্দে ছুটে চলে ট্রেন
ফেলে আসা মুখগুলো ভোরবেলায়
লুকোচুরি আর চোর-চোর খেলায়
ফেলে আসা মুখগুলো ভোরবেলায়
লুকোচুরি আর চোর-চোর খেলায়
কুয়োতলা মুখোমুখি জড়তার বাধা ঠেলে
আমাকে কি কিছু বলছেন?
বলতে পারিনি তার যেটুকু যা ভাষা ছিল
কেঁপে ওঠা চোখের পাতায়
তারপর ভোরবেলা ডিঙিয়েছি চৌকাঠ ভয়ানক সতর্কতায়
এভাবেও ফিরে আসা যায়
এভাবেও ফিরে আসা যায়
এভাবেও ফিরে আসা যায়
এভাবেও ফিরে আসা যায়
খুনসুটি, গান, হাসি, মেয়ের দল
ভালো লেগে গেল এই মফস্বল
খুনসুটি, গান, হাসি, মেয়ের দল
ভালো লেগে গেল এই মফস্বল
বিকেলে রোদ ছিল, আর অনুরোধ ছিল
আরেকটা বাউল শোনান
কটকটি, চ্যাপ্টি, ফুলঝুড়ি
ডাকবে না নামগুলো বিচ্ছিরি
কটকটি, চ্যাপ্টি, ফুলঝুড়ি
ডাকবে না নামগুলো বিচ্ছিরি
ফের যদি ডাকো তবে
খিমচি বা খামচির অকারণ আদান-প্রদাণ
বুঝতে পারিনি তার যেটুকু যা ভাষা ছিল
আলগোছে হাতের ছোঁয়ায়
তারপর ভোরবেলা ডিঙিয়েছি চৌকাঠ ভয়ানক সতর্কতায়
এভাবেও ফিরে আসা যায়
এভাবেও ফিরে আসা যায়
এভাবেও ফিরে আসা যায়
এভাবেও ফিরে আসা যায়
আড্ডা বা গান শেষ হয় যখন
কলকাতা কলকাতা মন কেমন
আড্ডা বা গান শেষ হয় যখন
কলকাতা কলকাতা মন কেমন
যন্ত্রণা সারা গায়ে, ধুচ্ছাই, পাড়াগাঁয়ে
ছাইপাশ জমা অ্যাশট্রে
কানে লেগে থাকা সেই আর্তনাদ
দু’টো দিন থেকে গেলে পারতো না
কানে লেগে থাকা সেই আর্তনাদ
দু’টো দিন থেকে গেলে পারতো না
তাই আড্ডার ঠেকে হোক, সাউথের লেকে হোক
না জানিয়ে চলে যায় ট্রেন
চাইতে পারিনি আমি ও চোখের সোজাসুজি
রিকশার ভীষণ তাড়ায়
হয়তোবা কোনোদিন সে সাহস ফিরে পাবো
আগামীর কোন সংখ্যায়
এভাবেও ফিরে আসা যায়
এভাবেও ফিরে আসা যায়
এভাবেও ফিরে আসা যায়
এভাবেও ফিরে আসা যায়
letras aleatórias
- letra de what’sup? - lil tooth
- letra de monsters - catherine corelli
- letra de black beacon - idlegod
- letra de logic freestyle as psychological (2009) - logic
- letra de thunderbird - sean rowe
- letra de 32oz - castro escobar
- letra de half truths - protovision
- letra de just another ghost - hawthorne heights
- letra de weekends - shutups
- letra de stay true (one life to live) - young pisces