
letra de bondhu re - cactus (kolkata)
Loading...
তুই আমায় পাগল করলি রে
তুই আমায় পাগল করলি রে
মনেতে খুশির বাহার
মনেতে খুশির বাহার
চোখেতে জল ঝরে
বধু রে .. বধু রে .. বধু রে ..
তুই আমায় পাগল করলি রে
তুই আমায় পাগল করলি রে।
কোথায় পেলি সোনার কাঁঠি
আমার পরাণ ভ্রমর
কোন সে ঘুমের থেকে জেগে
কোন সে ঘুমের থেকে জেগে
জড়ায় ফুলের কোমর।
বধু রে .. বধু রে .. বধু রে ..
তুই আমায় পাগল করলি রে
তুই আমায় পাগল করলি রে
মন-পাহাড়ের কোলে বরফ
তোর পরশে গলে
আমি বুঝি আমার পরাণ
আমি বুঝি আমার পরাণ
নদী বয়ে চলে।
বধু রে .. বধু রে .. বধু রে ..
তুই আমায় পাগল করলি রে
তুই আমায় পাগল করলি রে
ও.. মনেতে খুশির বাহার
মনেতে খুশির বাহার
চোখেতে জল ঝরে
বঁধু রে .. বঁধু রে .. বঁধু রে ..
letras aleatórias
- letra de okay - lil tielieh
- letra de call me by my name - cherry
- letra de above all - hillsong worship
- letra de snakeman show: wakai yamabiko - yellow magic orchestra
- letra de what’s she gonna do? - ryroc
- letra de hide away - jamisen
- letra de bored of me - rain ame
- letra de mưa chiều - đàm vĩnh hưng
- letra de cheirinho do no. 5 - the best version of ourselves
- letra de buffet - benett ardi