letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de tumi bojho ami bujhi - cactus (india)

Loading...

সা-সা-সা-সারিডন, জেলুসিল
বুকে বড় কষ্ট
চেপে রাখা s-x-এ
চ-চরিত্র নষ্ট
ভালোবাসা উ-উ-উড়ে গেছে
শোনো মোর ভাইটি
ভালোবাসা বুক খোলা ফিনফিনে না-না-নাইটি

তুমিও বোঝো, আমিও বুঝি
বুঝেও বুঝি না
তুমিও বলো, আমিও বলি
তবে সোজাসুজি না

তুমিও বোঝো, আমিও বুঝি
বুঝেও বুঝি না
তুমিও বলো, আমিও বলি
তবে সোজাসুজি না

ডি-ডি-ডিস এন্টেনায়
পশ-পশ্চিমি মুরগির ডিম
মা-মা-মা-মাল-মাল্টি জিম আর
moisturizer cream
বা-বা-বা-বারে কি আরাম
বাবর নাকি রাম
ভো-ভো-ভো-ভো-ভো-ভো-ভোটে
টিকটিকির যে কি দাম!

তুমিও বোঝো, আমিও বুঝি
বুঝেও বুঝি না
তুমিও বলো, আমিও বলি
তবে সোজাসুজি না

তুমিও বোঝো, আমিও বুঝি
বুঝেও বুঝি না
তুমিও বলো, আমিও বলি
তবে সোজাসুজি না

সা-সা-সা-সারিডন, জেলুসিল
বুকে বড় কষ্ট
চেপে রাখা s-x-এ
চ-চরিত্র নষ্ট
ভালোবাসা উ-উ-উড়ে গেছে
শোনো মোর ভাইটি
ভালোবাসা বুক খোলা ফিনফিনে না-না-নাইটি

তুমিও বোঝো, আমিও বুঝি
বুঝেও বুঝি না
তুমিও বলো, আমিও বলি
তবে সোজাসুজি না

তুমিও বোঝো, আমিও বুঝি
বুঝেও বুঝি না
তুমিও বলো, আমিও বলি
তবে সোজাসুজি না

তুমিও বোঝো, আমিও বুঝি
বুঝেও বুঝি না
তুমিও বলো, আমিও বলি
তবে সোজাসুজি না

তুমিও বোঝো, আমিও বুঝি
বুঝেও বুঝি না
তুমিও বলো, আমিও বলি
তবে সোজাসুজি না

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...