letra de tumi bojho ami bujhi - cactus (india)
সা-সা-সা-সারিডন, জেলুসিল
বুকে বড় কষ্ট
চেপে রাখা s-x-এ
চ-চরিত্র নষ্ট
ভালোবাসা উ-উ-উড়ে গেছে
শোনো মোর ভাইটি
ভালোবাসা বুক খোলা ফিনফিনে না-না-নাইটি
তুমিও বোঝো, আমিও বুঝি
বুঝেও বুঝি না
তুমিও বলো, আমিও বলি
তবে সোজাসুজি না
তুমিও বোঝো, আমিও বুঝি
বুঝেও বুঝি না
তুমিও বলো, আমিও বলি
তবে সোজাসুজি না
ডি-ডি-ডিস এন্টেনায়
পশ-পশ্চিমি মুরগির ডিম
মা-মা-মা-মাল-মাল্টি জিম আর
moisturizer cream
বা-বা-বা-বারে কি আরাম
বাবর নাকি রাম
ভো-ভো-ভো-ভো-ভো-ভো-ভোটে
টিকটিকির যে কি দাম!
তুমিও বোঝো, আমিও বুঝি
বুঝেও বুঝি না
তুমিও বলো, আমিও বলি
তবে সোজাসুজি না
তুমিও বোঝো, আমিও বুঝি
বুঝেও বুঝি না
তুমিও বলো, আমিও বলি
তবে সোজাসুজি না
সা-সা-সা-সারিডন, জেলুসিল
বুকে বড় কষ্ট
চেপে রাখা s-x-এ
চ-চরিত্র নষ্ট
ভালোবাসা উ-উ-উড়ে গেছে
শোনো মোর ভাইটি
ভালোবাসা বুক খোলা ফিনফিনে না-না-নাইটি
তুমিও বোঝো, আমিও বুঝি
বুঝেও বুঝি না
তুমিও বলো, আমিও বলি
তবে সোজাসুজি না
তুমিও বোঝো, আমিও বুঝি
বুঝেও বুঝি না
তুমিও বলো, আমিও বলি
তবে সোজাসুজি না
তুমিও বোঝো, আমিও বুঝি
বুঝেও বুঝি না
তুমিও বলো, আমিও বলি
তবে সোজাসুজি না
তুমিও বোঝো, আমিও বুঝি
বুঝেও বুঝি না
তুমিও বলো, আমিও বলি
তবে সোজাসুজি না
letras aleatórias
- letra de power trip (freestyle) - skewby
- letra de autumn song - will cookson
- letra de replace you (acoustic) [b-side] - silverstein
- letra de andei só - ao vivo - natiruts
- letra de primary partner in pittsburgh - cheese on bread
- letra de pale horses (gui boratto's last window remix) - moby
- letra de black monk theme, part i - the fall
- letra de nightmares - ugena
- letra de bang bang party - isolasjon
- letra de goin' crazy (remix) - natalie alvarado