letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de blues and rod - black (band)

Loading...

স্পর্শ নয়, মৌনতা নয়, পাশাপাশি থাকা
মাটির গভীরে মাটি, আর জলের গভীরে জল
কাব্য নয়, রাত জাগা নয়
পাশাপাশি থাকা

রোদের ভেতর রোদ
ক্রোধের ভেতর ক্রোধ
রোদের ভেতর রোদ
ক্রোধের ভেতরে ক্রোধ

এরকম ভালোবাসায় বিশ্বাসী নও তুমি
অথচ তোমাকে আজ দেখি এই আমি
অজস্র ছায়ার পাশে দাঁড়িয়ে
কি যেন খুঁজছো

রোদের ভেতর রোদ
ক্রোধের ভেতর ক্রোধ
রোদের ভেতর রোদ
ক্রোধের ভেতরে ক্রোধ

রোদের ভেতর রোদ
ক্রোধের ভেতর ক্রোধ
রোদের ভেতর রোদ
ক্রোধের ভেতর ক্রোধ

রোদের ভেতর রোদ
ক্রোধের ভেতর ক্রোধ
রোদের ভেতর রোদ
ক্রোধের ভেতরে ক্রোধ

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...