
letra de valobeshe shokhi nivrite jotone - bilu siddiqui
Loading...
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো-তোমার
মনের মন্দিরে।।
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো-তোমার
চরণমঞ্জীরে।।
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি – তোমার
প্রাসাদপ্রাঙ্গণে।
মনে ক’রে সখী, বাঁধিয়া রাখিয়ো
আমার হাতের রাখী – তোমার
কনককঙ্কণে।।
আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখো – তোমার
অলকবন্ধনে।
আমার স্মরণ-শুভ-সিন্দুরে
একটি বিন্দু এঁকো-তোমার
ললাটচন্দনে।
আমার মনের মোহের মাধুরী
মাখিয়া রাখিয়া দিয়ো-তোমার
অঙ্গসৌরভে।
আমার আকুল জীবনমরণ
টুটিয়া লুটিয়া নিয়ো-তোমার
অতুল গৌরবে।।
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো-তোমার
মনের মন্দিরে।
(end)
letras aleatórias
- letra de légy - co lee
- letra de cheatcode - als bz
- letra de melt away - taeyeon (태연)
- letra de barom - dofamine h4ze
- letra de valentino (pastiche/remix/mashup) - chilli vanilli & brass knuckle
- letra de a helping hand - wiz khalifa
- letra de cry me a river - where will my feet take me today?
- letra de korleón - kha
- letra de wiosna we mnie - kamil kowalski
- letra de permanent record - finals