letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de jaago piya (feat. armeen musa) - berklee indian ensemble

Loading...

জাগো পিয়া, আর ঘুমাইও না
জাগো পিয়া, আর ঘুমাইও না
নিশি স্বপন ভোলো-ভোলো
নিশি স্বপন ভোলো-ভোলো
জাগো পিয়া, আর ঘুমাইও না

জাগো পিয়া, আর ঘুমাইও না
জাগো পিয়া, আর ঘুমাইও না
নিশি স্বপন ভোলো-ভোলো
নিশি স্বপন ভোলো-ভোলো
জাগো পিয়া, আর ঘুমাইও না

রবির স্বপন দেখো
আলোর ছটা মাখো
মনের দুয়ার খোলো-খোলো
মনের দুয়ার খোলো-খোলো
জাগো পিয়া

জাগো পিয়া, আর ঘুমাইও না
নিশি স্বপন ভোলো-ভোলো
জাগো পিয়া, আর ঘুমাইও না

গতকােলর কথা গুলো পেছন ফেলে চল
রবির কিরণ চোখে মাখিয়ে নতুন আগুনে জ্বলো
সামনে আসে নতুন দিনের আগমনী বলো
জাগো পিয়া আর ঘুমাইও না হৃদয়ে সুর তোলো
জাগো পিয়া, জাগো পিয়া
জাগো পিয়া, জাগো পিয়া
জাগো পিয়া, জাগো পিয়া
জাগো পিয়া, জাগো পিয়া

সামনে আসে নতুন দিনের আগমনী বলো
জাগো পিয়া আর ঘুমাইও না, হৃদয়ে সুর তোলো
জাগো পিয়া, জাগো পিয়া
জাগো পিয়া, জাগো পিয়া

জাগো পিয়া, আর ঘুমাইও না
নিশি স্বপন ভোলো-ভোলো
জাগো পিয়া, আর ঘুমাইও না
নিশি স্বপন ভোলো-ভোলো

জাগো পিয়া, জাগো পিয়া
(জাগো-জাগো রে জাগো)
জাগো পিয়া, পিয়া, পিয়া
(জাগো-জাগো রে জাগো)

জাগো পিয়া, জাগো পিয়া
(জাগো-জাগো রে জাগো)
জাগো পিয়া, জাগো পিয়া
(জাগো-জাগো রে জাগো)

জাগো পিয়া, জাগো পিয়া
(জাগো-জাগো রে জাগো)
জাগো পিয়া, জাগো পিয়া
(জাগো-জাগো রে জাগো)
জাগো পিয়া (জাগো-জাগো রে জাগো…)
(জাগো-জাগো রে জাগো…)
জাগো পিয়া

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...