letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de icche ghuri - bappy singer

Loading...

ইচ্ছেঘুড়ি ওরাও তুমি
তোমার ইচ্ছে মতন
আমার আকাশ তোমায় ঘিরে
ডুবে থাকে সারাক্ষণ
ইচ্ছেঘুড়ি ওরাও তুমি
তোমার ইচ্ছে মতন
আমার আকাশ তোমায় ঘিরে
ডুবে থাকে সারাক্ষণ

আমার হৃদয় জুড়ে তুমি
শুধু তুমি শুধু তুমি
তুমি ছাড়া পাই না খুঁজে
অভাগানী শূন্যভূমি
কেন বলো দূরে থাকো
মনে কি পড়ে না
আমার আকাশ তোমায় ঘিরে
দূরে থাকে সারাক্ষন

আমার চোখে স্বপ্নে তুমি
শুধু তুমি শুধু তুমি
এই জীবনে চাই যে তোমায়
চাইনা কিছুই তুমি বিহীন
আমার আকাশ তোমায় ঘিরে
ডুবে থাকে সারাক্ষণ

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...