letra de mon lagate - bappa mazumder
Loading...
[chorus]
মন লাগাতে বলছো তুমি
মনকে আমি কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
[chorus]
মন লাগাতে বলছো তুমি
মনকে আমি কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
[verse 1]
মনটা আমি রেখেছিলাম
তোমার কাছে জমা
তুমি তাকে কেটে ছিঁড়ে
দিলে দাঁড়ি-কমা
[verse 2]
যে মনটা নিলে তুমি
সেই মনটা আজ কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
[verse 3]
আজকে তুমি কেমন করে
মন লাগাতে বলো
মন লাগিয়ে পাইনি ছুঁতে
দু’চোখ ভেজা জলও
[verse 4]
যে মনটা ভাঙলে তুমি
সেই মনটা আজ কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
[chorus]
মন লাগাতে বলছো তুমি
মনকে আমি কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
letras aleatórias
- letra de miss solo dolo - elverin
- letra de you chose me - rob rokicki
- letra de a stranger's chest - lucy kruger & the lost boys
- letra de we are not in kansas - arrested development
- letra de double barrel shotgun with 3 shells - saturn
- letra de novacane - ghxstwave
- letra de the coolest radio (skit) - keiston
- letra de valentine in december - rubenrspg
- letra de goat - lil choppa
- letra de focused - kieth montana