letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de mehgey dhaka shoshi - bappa mazumder

Loading...

মেঘে ঢাকা শশী
মেঘ চিনিয়ে হেটে যায়
নূপুর বাজে তার দুপায়

আমারও মন সাথে বেজে যায়
মেঘে ঢাকা শশী
মেঘ চিনিয়ে হেটে যায়
নূপুর বাজে তার দুপায়
আমারও মন সাথে বেজে যায় (আমারও মন সাথে বেজে যায়)

মেঘে ঢাকা শশী আমার
রিনিঝিনি বাজে
বাজে নূপুর রাত্রি দুপুর
মনটা মাঝে মাঝে
ওহ

শশী আমার নিজের মতো হাটে
ইচ্ছে হলে থামে চেনা ঘাটে
ওহ, শশী আমার নিজের মতো হাটে
ইচ্ছে হলে থামে চেনা ঘাটে
চেনা ঘাটে রেখেই দুপা
মুখ লুকায় সে লাজে
বাজে নূপুর রাত্রি দুপুর
মনটা মাঝে মাঝে
ওহ

মন গভীরে আড়াল করে রাখি
আসবে শশী, আশায় চেয়ে থাকি
ওহ, মন গভীরে আড়াল করে রাখি
আসবে শশী, আশায় চেয়ে থাকি
এসেই শশী যায় উঁড়ে যায়
কথার ভাঁজে-ভাঁজে
বাজে নূপুর রাত্রি দুপুর
মনটা মাঝে মাঝে
ওহ

মেঘে ঢাকা শশী
মেঘ চিনিয়ে হেটে যায়
নূপুর বাজে তার দুপায়
আমারও মন সাথে বেজে যায়
মেঘে ঢাকা শশী আমার
রিনিঝিনি বাজে
বাজে নূপুর রাত্রি দুপুর
মনটা মাঝে মাঝে
ওহ

(আমারও মন সাথে বেজে যায়)
(আমারও মন সাথে বেজে যায়)

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...