letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de ek muhurte(এক মুহুর্তে) - bappa mazumder

Loading...

এক মুহুর্তে চলে যাওয়া এক মুহুর্তে ফেরা
এক মুহুর্তে নীরব ঠিকি পরক্ষনেই জেরা
এক মুহুর্তে ঘুমাও তুমি এক মুহুর্তে জাগো
এক মুহুর্তে শান্ত তুমি এক মুহুর্তে রাগো
এক মুহুর্তে দূরে সরাও আবার কাছে ডাকো
তোমার এমন এক মুহুর্ত হাজার থেকে লাখো

এক মুহুর্তে জলে ভাসো এক মুহুর্তে ক্ষরা
এক মুহুর্তে উদার তুমি পরক্ষনেই করা
এক মুহুর্তে অবুঝ তুমি এক মুহুর্তে বোঝো
এক মুহুর্তে হারাতে মন এক মুহুর্তে খোজো
এক মুহুর্তে ফিরিয়ে দাও আবার সাথে রাখো
তোমার এমন এক মুহুর্ত হাজার থেকে লাখো

আকাশ যেমন দিনে রাতে রোদ আর মেঘে রঙ বদলায়
তেমনি তোমার মনের খবর কাছ থেকেও পাওয়া না যায়(২)
এক মুহুর্তে মন ভালো নেই আবার দেখি ভালো
এক মুহুর্তে আনন্দ দাও আবার ব্যথা ঢালো

এক মুহুর্তে ভালোলাগা এক মুহুর্তে মন্দ
এক মুহুর্তে সরল সবি আবার দ্বিধা-দ্বন্দ্ব
এক মুহুর্তে স্বপ্ন দেখাও এক মুহুর্তে ভাঙ্গো
এক মুহুর্তে সাদাকালো পরক্ষনেই রাঙ্গো
এক মুহুর্তে উড়িয়ে দাও আবার কাছে ডাকো
তোমার এমন এক মুহুর্ত হাজার থেকে লাখো

তোমার এমন এক মুহুর্ত হাজার থেকে লাখো
তোমার এমন এক মুহুর্ত হাজার থেকে লাখো

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...