![letras.top](https://letras.top/files/logo.png)
letra de chhuti - bappa mazumder
এইতো ক’দিন পরেই ছুটি
এই ছুটিতেই যাবো বাড়ি
এইতো ক’দিন পরেই ছুটি
এই ছুটিতেই যাবো বাড়ি
সেই চেনা পথ সেই সে গাড়ি
আবার আমি দেবো পাড়ি
এইতো ক’দিন পরেই ছুটি
এইতো ক’দিন পরেই ছুটি
এই ছুটিতেই যাবো বাড়ি
সেই চেনা পথ সেই সে গাড়ি
আবার আমি দেবো পাড়ি
এইতো ক’দিন পরেই ছুটি
কাটবে ক’দিন স্বপ্নলোকে
ঘুমের গাড়ি ছুটবে চোখে
কাটবে ক’দিন স্বপ্নলোকে
ঘুমের গাড়ি ছুটবে চোখে
উড়বে ঘুড়ি আকাশ ছুঁয়ে
মিলবে সময় দু’য়ে দু’য়ে
কাটবে ক’দিন স্বপ্নলোকে
ঘুমের গাড়ি ছুটবে চোখে
উড়বে ঘুড়ি আকাশ ছুঁয়ে
মিলবে সময় দু’য়ে দু’য়ে
দিন গুণে আজ চমকে উঠি
এইতো ক’দিন পরেই ছুটি
এইতো ক’দিন পরেই ছুটি
আকাশ ছুঁয়ে দেখবো পাখি
দুপুর গড়াক বিকেল বাকি
আকাশ ছুঁয়ে দেখবো পাখি
দুপুর গড়াক বিকেল বাকি
প্রিয় মুখের প্রিয় হাসি
ফেরার সময় সর্বনাশী
আকাশ ছুঁয়ে দেখবো পাখি
দুপুর গড়াক বিকেল বাকি
প্রিয় মুখের প্রিয় হাসি
ফেরার সময় সর্বনাশী
দিন গুণে আজ চমকে উঠি
এইতো ক’দিন পরেই ছুটি
এইতো ক’দিন পরেই ছুটি
এই ছুটিতেই যাবো বাড়ি
সেই চেনা পথ সেই সে গাড়ি
আবার আমি দেবো পাড়ি
এইতো ক’দিন পরেই ছুটি
এইতো ক’দিন পরেই ছুটি
এইতো ক’দিন পরেই ছুটি
এইতো ক’দিন পরেই ছুটি
এইতো ক’দিন পরেই ছুটি
letras aleatórias
- letra de снимок (snapshot) - tisa li
- letra de nzt - yumagucci
- letra de dethreith - kemo no
- letra de я вернусь к тебе (ya vernus' k tebe) - flicker
- letra de deep inside - matroda
- letra de calma - dyla no sleep
- letra de flaws - lil fuzed
- letra de good going for ya - a bad but sad boi
- letra de гостья (guest) - мс улыбочка (mc ulibochka)
- letra de client - r0d