letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de bokhate noi - bappa mazumder

Loading...

এক হাতে ফুল আমার, এক হাতে বই
পড়ার ছুতোয় পথ ছুটেছি, পাখি তুমি কই?
মনের পড়া বুঝে নেব, মনে ফেলব ছই
মেয়ে, আমি বখাটে নই

এক হাতে ফুল আমার, এক হাতে বই
পড়ার ছুতোয় পথ ছুটেছি, পাখি তুমি কই?
মনের পড়া বুঝে নেব, মনে ফেলব ছই
মেয়ে, আমি বখাটে নই

মনের পড়া, বুঝে নেবার
শখ যে আমার বহুদিনের
বইয়ের পড়া, পড়েছি ঢের
এখন সময় মনের

মনের পড়া, বুঝে নেবার
শখ যে আমার বহুদিনের
বইয়ের পড়া, পড়েছি ঢের
এখন সময় মনের

মনের পড়া বুঝে নেব, মনে ফেলব ছই
মেয়ে আমি বখাটে নই!
এক হাতে ফুল আমার, এক হাতে বই
পড়ার ছুতোয় পথ ছুটেছি, পাখি তুমি কই?
মনের পড়া বুঝে নেব, মনে ফেলব ছই
মেয়ে, আমি বখাটে নই

হাতে আমি ফুল ধরেছি
ধরিনি তো, ঢাল তলোয়ার
চাই না কিছু, ছিনিয়ে নিতে
রয়েছে হৃদয় আমার

হাতে আমি ফুল ধরেছি
ধরিনি তো, ঢাল তলোয়ার
চাই না কিছু, ছিনিয়ে নিতে
রয়েছে হৃদয় আমার

মনের পড়া বুঝে নেব, মনে ফেলব ছই
মেয়ে, আমি বখাটে নই

এক হাতে ফুল আমার, এক হাতে বই
পড়ার ছুতোয় পথ ছুটেছি, পাখি তুমি কই?
মনের পড়া বুঝে নেব, মনে ফেলব ছই
মেয়ে, আমি বখাটে নই

এক হাতে ফুল আমার, এক হাতে বই
পড়ার ছুতোয় পথ ছুটেছি, পাখি তুমি কই?
মনের পড়া বুঝে নেব, মনে ফেলব ছই
মেয়ে, আমি বখাটে নই

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...