
letra de ajana a kon bhela - bappa mazumder
লা-লা-লা, লা-লা
লা-লা-লা, লা-লা-লা
লা-লা-লা, লা-লা
লা-লা-লা, লা-লা-লা
অজানা এ কোন ভেলা
ভাসালে এই হৃদয়ে
অনন্ত এ প্রেম
শুধু যে পিছু ডাকে
চলেছি ভেসে আমি
সেই সে অচিনপুরে
অজানা এ কোন ভেলা
ভাসালে এই হৃদয়ে
অনন্ত এ প্রেম
শুধু যে পিছু ডাকে
চলেছি ভেসে আমি
সেই সে অচিনপুরে
আহ-আহ-আহ
আহ-আহ-আহ
আহ-আহ-আহ
আহ-আহ-আহ
তোমাকে ভেবে আলতো দুহাতে
কখনো ছুঁই ঘুমের ঘোরে
ভাঙে যে ঘুম প্রতি সকালে
তোমাকে চোখের পাতায় করে
তোমাকে ভেবে আলতো দুহাতে
কখনো ছুঁই ঘুমের ঘোরে
ভাঙে যে ঘুম প্রতি সকালে
তোমাকে চোখের পাতায় করে
অজানা এ কোন ভেলা
ভাসালে এই হৃদয়ে
আহ-আহ
কুয়াশা প্রহরে উষ্ণ আবেগে
কখনো জড়াই নিজের কোলে
কত রঙে আশার কথা
বেঁধেছি তোমার আঁচল জুড়ে
কুয়াশা প্রহরে উষ্ণ আবেগে
কখনো জড়াই নিজের কোলে
কত রঙে আশার কথা
বেঁধেছি তোমার আঁচল জুড়ে
অজানা এ কোন ভেলা
ভাসালে এই হৃদয়ে
অনন্ত এ প্রেম
শুধু যে পিছু ডাকে
চলেছি ভেসে আমি
সেই সে অচিনপুরে
letras aleatórias
- letra de ディーゼル - maaya sakamoto
- letra de mercury blues - jimmy thackery
- letra de want your love - atlast
- letra de new shoes (seattle 2004) - the briefs
- letra de say something - sarpa salpa
- letra de got it all - viann
- letra de oh, joanna - chris ray gun
- letra de in the dark - majo elli
- letra de what i need - polarboy
- letra de doc! - jehkyl