
letra de tomaro ki pore mone (তোমারো কি পড়ে মনে) - bagdhara
Loading...
তুমি কোন মাসে এসেছিলে
আর কোন মাসে গিয়েছিলে
মনে তো আর পড়ে না
কোন এক নভেম্বরে
তোমার জন্য দাঁড়িয়েছিলেম
তোমারো কি মনে পড়ে না
তোমারো কি পড়ে মনে
রিকশায় হাত চেপে ধরে আমি ছাড়তে চাইতাম না
তোমারো কি পড়ে মনে
দুপুরবেলা রোদে পুড়ে আমি দাঁড়িয়ে থাকতাম
তোমার পায়ে ছিলো রূপার নূপুর
আর তোমার ভাইয়ের বিদেশি কুকুর
দৌড়ে দৌড়ে আমার পিছু ছাড়েনা
আমার জুতার ভেতর পাঁচটা সেলাই
মনে কোন সেলাই যে নাই
তবুও তোমার মনে জায়গা পেলাম না
তোমারো কি পড়ে মনে
রিকশায় হাত চেপে ধরে আমি, ছাড়তে চাইতাম না
তোমারো কি পড়ে মনে
দুপুরবেলা রোদে পুড়ে আমি, দাঁড়িয়ে থাকতাম
আমার সারা-মাসে পকেট ফাঁকা
তোমার ফোনে দিতে টাকা
ফ্ল্যাক্সিলোডের দোকারদার আমায় ছাড়েনা
তোমার সস্তা খাবার পছন্দ না
আমার টঙে কাটে সকাল-সন্ধ্যা
পিজ্জাহাট ছাড়া আবার তোমার চলেনা
letras aleatórias
- letra de sent from hell (i infidel) - thanatos
- letra de insomnia - crik faluzi
- letra de ingen tid at spilde - bedst før
- letra de deathwysh/tr1d3nt - ihyreu
- letra de come into my life - process and the doo rags
- letra de terserah kamu - fastowners
- letra de alone - alivaro
- letra de west end girls [sasha mix] - pet shop boys
- letra de hard feelings - miquela
- letra de skvwalker - skvwalker