
letra de proticchobi - bagdhara
Loading...
আঁধারের ঐ আকাশে দেখি তোমার প্রতিচ্ছবি
ভেসে আসো তুমি আমারি স্বপনে
আঁধারের কালো অন্ধকারে
মরি আমি তোমার নেশায়
তোমার ছবি এঁকে যায়।
আলোর ভীড়ে এঁকে যায় তোমার ছবি
আলোর ভীড়ে এসে হারিয়ে গেলে তুমি
খুঁজে ফিরি তোমায়
মরি আমি তোমার নেশায়
তোমার ছবি এঁকে যায়।
যদি কোনোদিন ভুল করে মনে পড়ে যায়
স্মৃতির পাতায় খুঁজে পাই
যদি কোনোদিন মেঘের ভাঁজে তোমাকে হারায়
বৃষ্টির শব্দে খুঁজে যায়!
ভেসে আসো তুমি আমারি স্বপনে
আঁধারের কালো অন্ধকারে
মরি আমি তোমার নেশায়
তোমার ছবি এঁকে যায়
letras aleatórias
- letra de som en fjäril - carola
- letra de souris moi - dry
- letra de sleep - lungley
- letra de close - lizard kisses
- letra de elle fanning - k.flay
- letra de jamburk line - roudy
- letra de we were never too much - gold class
- letra de black skinhead (cover in the live lounge) - catfish and the bottlemen
- letra de alle snakker sant - siri nilsen
- letra de raggare - mattias alkberg