letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de proticchobi - bagdhara

Loading...

আঁধারের ঐ আকাশে দেখি তোমার প্রতিচ্ছবি
ভেসে আসো তুমি আমারি স্বপনে
আঁধারের কালো অন্ধকারে
মরি আমি তোমার নেশায়
তোমার ছবি এঁকে যায়।
আলোর ভীড়ে এঁকে যায় তোমার ছবি
আলোর ভীড়ে এসে হারিয়ে গেলে তুমি
খুঁজে ফিরি তোমায়
মরি আমি তোমার নেশায়
তোমার ছবি এঁকে যায়।
যদি কোনোদিন ভুল করে মনে পড়ে যায়
স্মৃতির পাতায় খুঁজে পাই
যদি কোনোদিন মেঘের ভাঁজে তোমাকে হারায়
বৃষ্টির শব্দে খুঁজে যায়!
ভেসে আসো তুমি আমারি স্বপনে
আঁধারের কালো অন্ধকারে
মরি আমি তোমার নেশায়
তোমার ছবি এঁকে যায়

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...