
letra de priyonmoyee (প্রিয়ন্ময়ী) - bagdhara
Loading...
lyrics:
তুমি আকাশ পথে যদি আমায় হারাতে
তুমি নদীর স্রোতে যদি আমায় ভাসাতে
তুমি সকালবেলার রোদে আমায় ঘুম ভাঙাতে
তুমি বিকেলবেলার নীলে আমায় রাঙাতে।
আমি যেতে চাইনা ঐ আকাশে
যদি হারানোর ভয় থাকে তোমাকে
আমি যেতে চাইনা তোমার হাত ছেড়ে
তবু কেন তুমি ভেসে যাও ওপারে।
তুমি আমার হাতের আঙুল ধরে রাখতে
তুমি আমায় সীমাডোরে বেঁধে রাখতে
তুমি লুকোচুরি খেললে কেঁদে ফেলতে
তুমি আমার বুকে তোমায় গেঁথে রাখতে।
আমি যেতে চাইনা ঐ আকাশে
যদি হারানোর ভয় থাকে তোমাকে
আমি যেতে চাইনা তোমার হাত ছেড়ে
তবু কেন তুমি ভেসে যাও ওপারে।
letras aleatórias
- letra de bonus - no illegal - kenzal
- letra de god's day off - the other side (usa)
- letra de natalie uwu vs indian rizzler - vladal
- letra de the current - beyond the lamplight
- letra de drown in you - no sun
- letra de eso no es p - icy vedo
- letra de en el amor y el hyperpop todo se vale - diegoniverse
- letra de baby don't hurt me (acoustic chorus) - david guetta, anne-marie & coi leray
- letra de extrême - izayavibe
- letra de the best party ever - strawberry seeds