letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de pothoshishu - bagdhara

Loading...

একটি পথশিশুর জীবনটা
কালোরঙ বা তুলি দিয়ে আঁকা
নিঃস্ব শিশুর কেউ নেই যে তার আপন
তবুও তার মনে শত আকাঙ্ক্ষা
ঘোলাটে হয়ে আছে তার উজ্জ্বল চোখদুটি
কি যেন কি বলতে মায়াবী চোখখানি
কতো কথা লুকিয়ে আছে তার মনের অন্তরালে
রঙিন এই পৃথিবীটা যেন তার কাছে অর্থহীন

তবুও থামেনি তার জীবনের সংগ্রাম
ছুটে গেছে জীবনের অজানা পথে
খুঁজে যায় মায়ের আচঁলখানি
তবুও মেলেনি তার কোলে স্থান

সারাদিন ঘুরে বেড়ায় তারা এদিকওদিক
ঘোটা শহরের একপ্রান্ত থেকে ওপ্রান্ত
একদুটি টাকার আশায় পিছু নেয় কতো মানুষের
না পেয়ে মাথা পেতে চলে তাদের অবহেলিত পথে

চলে যায় সে ক্ষুধার্ত শরীরে
অন্য কোন রাস্তা ধরে
খুঁজে যায় মায়ের…..

বড়লোকেরা পাড়ি দেয় গাড়ি দিয়ে এদিকওদিক
ছয়তলা দশতলা দালান ওঠায় এক এক করে
সংকোচতায় নিজেদের ঢেকে দেয় তারা কাছে আসতে
সার্থটাকে খুঁজে পাই তাদের দূরে সরাতে
চলে যায় যে ছোট্টশিশুটি নিষ্পাপ অন্যকোন উদ্দেশ্যে
খুঁজে যায় মায়ের…..
যদি দিতে পারতাম তোর ঠোঁটের হাসি
আকাশ সমান ভালোবাসা!

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...