
letra de pothoshishu - bagdhara
একটি পথশিশুর জীবনটা
কালোরঙ বা তুলি দিয়ে আঁকা
নিঃস্ব শিশুর কেউ নেই যে তার আপন
তবুও তার মনে শত আকাঙ্ক্ষা
ঘোলাটে হয়ে আছে তার উজ্জ্বল চোখদুটি
কি যেন কি বলতে মায়াবী চোখখানি
কতো কথা লুকিয়ে আছে তার মনের অন্তরালে
রঙিন এই পৃথিবীটা যেন তার কাছে অর্থহীন
তবুও থামেনি তার জীবনের সংগ্রাম
ছুটে গেছে জীবনের অজানা পথে
খুঁজে যায় মায়ের আচঁলখানি
তবুও মেলেনি তার কোলে স্থান
সারাদিন ঘুরে বেড়ায় তারা এদিকওদিক
ঘোটা শহরের একপ্রান্ত থেকে ওপ্রান্ত
একদুটি টাকার আশায় পিছু নেয় কতো মানুষের
না পেয়ে মাথা পেতে চলে তাদের অবহেলিত পথে
চলে যায় সে ক্ষুধার্ত শরীরে
অন্য কোন রাস্তা ধরে
খুঁজে যায় মায়ের…..
বড়লোকেরা পাড়ি দেয় গাড়ি দিয়ে এদিকওদিক
ছয়তলা দশতলা দালান ওঠায় এক এক করে
সংকোচতায় নিজেদের ঢেকে দেয় তারা কাছে আসতে
সার্থটাকে খুঁজে পাই তাদের দূরে সরাতে
চলে যায় যে ছোট্টশিশুটি নিষ্পাপ অন্যকোন উদ্দেশ্যে
খুঁজে যায় মায়ের…..
যদি দিতে পারতাম তোর ঠোঁটের হাসি
আকাশ সমান ভালোবাসা!
letras aleatórias
- letra de saler de la casa - zeuz
- letra de open your eyes - rev
- letra de soul from the abyss - n'dambi
- letra de riv i hjertet - sondre justad
- letra de interlude iii - tessa violet
- letra de punti di domanda (remix) - colle der fomento
- letra de алмазик (diamond) - воровайки (vorovaiki)
- letra de mandelos efektas - bensko
- letra de emo (blink-182 cover) - colleen green
- letra de sol de gaveta - camilas