
letra de bus sohokari - bagdhara
Loading...
[verse 1]
কুয়াশার চাদরে ঢাকা এই শহরে
দেখলাম তোমাকে রাস্তার মোড়েতে
ভেজা ভেজা ঘাসেতে জমে থাকা শিশিরে
তোমার ছাপ ফেলছো শিল্পীর তুলিতে
কাঁপা-কাঁপা গলাতে ডাকবো যে তোমাকে
কেন চোখ মেলে তুমি দেখলেনা আমাকে
জানালার কাঁচ দিয়ে দেখছি তোমাকে
বাসটাও কেমন যেন আছে দাঁড়িয়ে
[chorus]
আমি বাসেতে একা
আধো-ঘুমেতে বাঁকা
কল্পনায় কাকে দেখি
তুমি নাকি বাস-সহকারী
[verse 2]
গোলাপের দোকানে, শাহবাগ মোড়েতে
দেখলাম তোমাকে আছো যে সেখানে
আমিও যাচ্ছি তোমার পেছনে
জানি না কপালে কোন যে শনি আছে
ডাকলাম তোমাকে নামটাও জানিনা যে
কি নাম তাও তা বলোনি যে আগে
ফিরে তাকালে হাতটাও দিলে তুলে
এই দৌড়ে পালাবো শু-টাই খুলে ফেলে
[chorus]
আমি বাসেতে একা
আধো-ঘুমেতে বাঁকা
কল্পনায় কাকে দেখি
তুমি নাকি বাস-সহকারী
letras aleatórias
- letra de не для меня (not for me) - лилу (leeloo) (rus)
- letra de 手練手管 (wiles) - creepy nuts
- letra de gelonade - geeyou
- letra de the lost art of playing it cool - anonymous phone call
- letra de strong again (jorg schmid) - n-dubz
- letra de dreaming my life away - blues pills
- letra de the cruellest month - duo noir
- letra de go the distance - peter hollens
- letra de walkin' down the line - rising sons
- letra de атака (attack) - young kucher