
letra de papri keno bojhena - azam khan
Loading...
[chorus]
সারা রাত জেগে জেগে
কত কথা আমি ভাবি
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
সারা রাত জেগে জেগে
কত কথা আমি ভাবি
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
[instrumental break]
[verse 1]
তুমি আমি কেন দূরে দূরে?
খুঁজে বেড়াই ঘুরে ঘুরে
তুমি আমি কেন দূরে দূরে?
খুঁজে বেড়াই ঘুরে ঘুরে
মন কী যে চায়
কাটে শুধু বেদনায়
[chorus]
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
[instrumental break]
[verse 2]
এই মায়া ভরা পৃথিবী ছেড়ে
চলে যাবো চিরতরে
মায়া ভরা পৃথিবী ছেড়ে
চলে যাবো চিরতরে
সবাই চলে যায়
কতটুকুই বা পায়
[chorus]
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
সারা রাত জেগে জেগে
কত কথা আমি ভাবি
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
letras aleatórias
- letra de улечу (i'll fly) - зараза (zaraza)
- letra de молодость (youth) - suburra
- letra de starz (diamonds) & blow (weed) - spaceghostpurrp
- letra de moja prva ljubav - mugdim avdić henda
- letra de only blue - eyedress
- letra de hal7 (empathy) - oum & m.carlos
- letra de sacred heart - agony in the garden
- letra de hold on 2 me - akasuki
- letra de näcken - jean sibelius
- letra de i still cling to the old rugged cross - brian free & assurance