letra de badha diona - azam khan
Loading...
বাঁধা দিও না……না দিও না
ও মোর প্রেম, ও মোর প্রেম ।।
ছোট থেকে বড় হলো যেখানে
ঘর বাঁধিবে ও সেখানে ।।
মনের মানুষ আমি,
আমিও কত চাহিলাম ।
প্রানে প্রানে প্রেমেরই সুধা
শুভ মিলন
মিলনে এলো যত বাঁধা ।।
মন যারে চায়
তারে ধরে রাখা
গেল না……
গেল দিয়ে বেদনা
বাঁধা দিও না……না দিও না
ও মোর প্রেম ও মোর প্রেম ।।
চলে গেছে সে ভেজা নয়নে
রয়ে গেছে তবু মোর স্মরণে।।
মাঝে মাঝে রাতে
আমিও কত কাঁদিলাম
দুটি মনে ছিল কত আশা
প্রেমই জীবন
জীবনে শুধু ভালবাসা ।।
আজ কেন হায়
দূরে দূরে থাকা
জানি না
জানি আর পাবো না ।
বাঁধা দিও না……না দিও না
ও মোর প্রেম ও মোর প্রেম ।।
এছাড়াও দেখুন…
letras aleatórias
- letra de relations - ca$hdrops
- letra de p.yt. (pretty young thing) - eden prince
- letra de gaddi meri tezz - hameed khalifa
- letra de non basta mai - frisby
- letra de syncretism - sinister
- letra de omnion - hercules & love affair
- letra de bekannt & schön - hustensaft jüngling
- letra de l'amour à la papa - catherine sauvage
- letra de car hoppers - curren$y
- letra de are you sure - duffy