letra de kano tumi - ayub bachchu
Loading...
শিরোনাম ঃকেনো তুমি
গায়কঃআইয়ুব বাচ্চু
যোগ করেছেনঃএম এ রহমান রুমান
আমি জানিনা তুমি কেমন আছ
আমি জানিনা কত দূরে আছ
কি করে ভুলে আছ আমাকে
ধীরে ধীরে কেন তুমি হারিয়ে গেছ
কেন তুমি আমাকে একা করে দিয়ে গেলে আজ
জানিনা আমার কতটুকু ছিল অপরাধ
কিছুই না জেনে কিছুই না বুঝে চলে গেছ
কি করে ভুলে আছ আমাকে
ধীরে ধীরে কেন তুমি হারিয়ে গেছ
ভেবে ভেবে তোমাকে সারাক্ষণ কেটে যায় আমার
মাঝে মাঝে ভাবি আমি এই বুঝি তুমি এলে আবার
কিছুই না জেনে কিছুই না বুঝে চলে গেছ
কি করে ভুলে আছ আমাকে
ধীরে ধীরে কেন তুমি হারিয়ে গেছ
letras aleatórias
- letra de the curl - fake palms
- letra de call1ng my nam3 - theyellowsponge
- letra de fatiguée - ovrwrld
- letra de method man in '94 - omari m'$
- letra de целуя слезы (kissing tears) - эgo (ego)
- letra de beyond the astral - nervochaos
- letra de sou um deus - vírus (br)
- letra de nothing left (kingdom remix) - rochelle jordan
- letra de apples | nihilism - hiram torres
- letra de déjelo que sóne - big stan