
letra de ekhon onek raat - ayub bacchu
এখন অনেক রাত
খোলা আকাশের নিচে।
জীবনের অনেক অায়োজন।
আমায় ডেকেছে,
তাই আমি বসে আছি
দরজার ওপাশে,দরজার ওপাশে।
এখন অনেক রাত
খোলা আকাশের নিচে।
জীবনের অনেক অায়োজন।
আমায় ডেকেছে,
তাই আমি বসে আছি
দরজার ওপাশে,দরজার ওপাশে।
আবেগী এমন রাতে,
ভূল করে এই পথে
এসে যদি ফিরে যায়,
আমায় না পেয়ে!
ও আবেগী এমন রাতে,
ভূল করে এই পথে
এসে যদি ফিরে যায়,
আমায় না পেয়ে!
তাই আমি বসে আছি,তাই আমি বসে আছি
দরজার ওপাশে,দরজার ওপাশে।
চলে যাওয়ে সে পথে,
ঝিরিঝিরি বাতাসে
আমার এই মন কাঁদে
তোয়ায় না পেয়ে।
চলে যাওয়ে সে পথে,
ঝিরিঝিরি বাতাসে
আমার এই মন কাঁদে
তোয়ায় না পেয়ে।
তাই আমি বসে আছি,তাই আমি বসে আছি
দরজার ওপাশে,দরজার ওপাশে।
এখন অনেক রাত
খোলা আকাশের নিচে।
জীবনের অনেক অায়োজন।
আমায় ডেকেছে,
তাই আমি বসে আছি
দরজার ওপাশে,দরজার ওপাশে।
এখন অনেক রাত
খোলা আকাশের নিচে।
জীবনের অনেক অায়োজন।
আমায় ডেকেছে,
তাই আমি বসে আছি
দরজার ওপাশে,দরজার ওপাশে।
letras aleatórias
- letra de jugg - central cee
- letra de stjerner rmx - karpe
- letra de amigos - darren styles
- letra de forgotten - snak the ripper
- letra de brouillon - fantehh
- letra de happiness - pradam
- letra de true - evelict
- letra de supersoaker - p-flow
- letra de you think you know me [mix] - dj j legacy
- letra de error de principiante - la reunion nortena