letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de aaj theke aar kokhono - ayub bacchu

Loading...

আজ থেকে আর কখনো বলবো না
কখনো বলবো না আর ভালোবাসি
আজ থেকে আর কখনো কাঁদবো না আর

নয়নে দেখবে না কেউ জলের রাশি
আজ থেকে আর কখনো বলবো না
কখনো বলবো না আর ভালোবাসি

কতটা কষ্ট পেলে এই মন হয় শশ্বান
তোমার কাছে সবই খেলা প্রেম মানে পিছুটান।।
নিয়েছো কেড়ে সুখ নিয়েছো কেড়ে হাসি
যখনি বলেছি আমি তোমাকে ভালোবাসি
আজ থেকে আর কখনো বলবো না
কখনো বলবো না আর ভালোবাসি
আজ থেকে আর কখনো কাঁদবো না আর
নয়নে দেখবে না কেউ জলের রাশি

যখনি বুঝেছো আমার কেউ নেই তুমি ছাড়া
তখনি আঘাত করো চোখে বয় জ্বলধারা।।

নিয়েছো কেড়ে সুখ নিয়েছো কেড়ে হাসি
যখনি বলেছি আমি তোমাকে ভালোবাসি

আজ থেকে আর কখনো বলবো না
কখনো বলবো না আর ভালোবাসি
আজ থেকে আর কখনো কাঁদবো না আর
নয়নে দেখবে না কেউ জলের রাশি

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...