letra de protishodh - avoidrafa
[verse 1]
শেষ দেখার উত্তরে
বলেছো তুমি আর নাই মিছে
সোডিয়াম বাতি ভর করে
দিয়েছ শেষ বলে অবশেষে
রাস্তা জানে তুমি পারবে না পেরোতে
যতই পালাতে চাও যাবে তুমি ভুল পথে
ভুল কান্না যত চোখের কোণে আছে
[chorus]
পুরো শহরটায় জ্বালাবো আগুন
কুয়াশা ছিঁড়ে জ্বালাবো আগুন
[verse 2]
মিথ্যে হাসি প্রলোভনে
বলেছিলে তুমি সব আছে
কাচঘরের ঠাণ্ডা ঘরে
জিতেছিলে চোখের অভিনয়ে
রাতের পর রাত নির্জন তুমি উত্তরে
খোলা আকাশে ছুটছো সব কোণে
প্রিয়জনে তুমি ভর করে
হারিয়েছো সবার প্রয়োজনে
[chorus]
পুরো শহরটায় জ্বালাবো আগুন
আকাশের লালে দেখবে আমায় পুড়ে
কুয়াশা ছিঁড়ে জ্বালাবো আগুন
দেখবে আমায় অবলীল হাসিমুখে
পুরো শহরটায় জ্বালাবো আগুন
আকাশের লালে দেখবে আমায় পুড়ে
কুয়াশা ছিঁড়ে জ্বালাবো আগুন
দেখবে আমায় অবলীল হাসিমুখে
[instrumental break]
[bridge]
পুরো শহরটায় জ্বালাবো আগুন
কুয়াশা ছিঁড়ে জ্বালাবো আগুন
পুরো শহরটায় জ্বালাবো আগুন
কুয়াশা ছিঁড়ে জ্বালাবো আগুন
[chorus]
পুরো শহরটায় জ্বালাবো আগুন
আকাশের লালে দেখবে আমায় পুড়ে
কুয়াশা ছিঁড়ে জ্বালাবো আগুন
দেখবে আমায় অবলীল হাসিমুখে
পুরো শহরটায় জ্বালাবো আগুন
আকাশের লালে দেখবে আমায় পুড়ে
কুয়াশা ছিঁড়ে জ্বালাবো আগুন
দেখবে আমায় অবলীল হাসিমুখে
letras aleatórias
- letra de japan cypher - huck finn
- letra de 20. l€jö$ ヅ - faker a.k.a. baby plugg
- letra de ethereal - liroot
- letra de flores - thxuzz
- letra de zamisli - film
- letra de semt işi - bakay
- letra de wenn du sagst ich geh (new mix) - tanja lasch
- letra de xin hãy thứ tha - hồ ngọc hà
- letra de automatic - chris franco
- letra de nonstop - nige b.