letra de nikkrishto - aurthohin
[verse 1]
কখনও কি তোমার মনে হয়েছে তুমি কোথাও নেই?
শুরু কিংবা শেষ অথবা মাঝামাঝি (এক নিমেষে)?
বজ্রপাত হোক আর না হোক
ঘুম তোমার ভাঙ্গুক আর না ভাঙ্গুক
চারিপাশে থাকবে তোমারই সবসময় অন্ধকার
[chorus]
তুমি বলেছিলে মানুষ বদলায়
আমিও বদলে গেছি
বুকের মাঝে জাপটে ধরে থাকা
হারিয়ে গেছে
[verse 2]
তোমার জন্য লিখতে লিখতে আমার হাত কি এখন কেঁপে ওঠার কথা?
অথবা আমার দৃষ্টিটা কি একটু ঝাপসা হবার কথা?
আমার আগের মত কান্না পায়না
আমার তোমার জন্য রক্ত ঝরেনা, আমার এক ফোঁটা রক্ত
তোমার মানসিক ভারসাম্যহীন নপুংষক চিন্তাধারার চেয়ে অনেক দামী
[chorus]
তুমি বলেছিলে মানুষ বদলায়
আমিও বদলে গেছি
বুকের মাঝে জাপটে ধরে থাকা
হারিয়ে গেছে
[verse 3]
বজ্রপাত হোক আর না হোক
নিকৃষ্ট
[chorus]
তুমি বলেছিলে মানুষ বদলায়
আমিও বদলে গেছি
বুকের মাঝে জাপটে ধরে থাকা
হারিয়ে গেছে
তুমি বলেছিলে মানুষ বদলায়
আমিও বদলে গেছি
বুকের মাঝে জাপটে ধরে থাকা
হারিয়ে গেছে
letras aleatórias
- letra de awesome god - shane & shane
- letra de sailor's superstition - serpentwithfeet
- letra de intro ( years to come ) - oscar bunnik
- letra de bones (demo) - jas the producer
- letra de king - songdevill
- letra de ct 1.3 - xiii (13)
- letra de miasto - young stars team
- letra de xuân không màu - tăng nhật tuệ
- letra de vulkán - rawen
- letra de como tú te mueves - dj reys, juan avilla, leeb