letra de jodi - aurthohin
[verse 1]
যদি ইচ্ছে করে, শুনতে পারো আমার এ গান
সারাটি রাত একাকী বসে
যদি ইচ্ছে করে, আঁকতে পারো আমার ছবি
তোমার মনের ক্যানভাসে
[pre-chorus]
মনের অভিমানগুলো হারিয়ে যাক আজ আকাশে
পুরানো সেই দিনগুলো আসুক নতুন হয়ে
[chorus]
নিয়ে যাবো আমি তোমায় নীল আকাশে
স্বপ্নগুলো ভাসবে তোমার মেঘের সাথে
নিয়ে যাবো আমি তোমায় সুরের ভুবনে
ইচ্ছেগুলো আসবে নতুন গান হয়ে
যদি তুমি বলো
[verse 2]
যদি ইচ্ছে করে, মুছতে পারো চোখের জল
সবকিছু ভুলে গিয়ে
যদি ইচ্ছে করে, ভাবতে পারো আছি আমি
তোমার কোমল হাতটি ধরে
[pre-chorus]
মনের অভিমানগুলো হারিয়ে যাক আজ আকাশে
পুরানো সেই দিনগুলো আসুক নতুন হয়ে
[chorus]
নিয়ে যাবো আমি তোমায় নীল আকাশে
স্বপ্নগুলো ভাসবে তোমার মেঘের সাথে
নিয়ে যাবো আমি তোমায় সুরের ভুবনে
ইচ্ছেগুলো আসবে নতুন গান হয়ে
যদি তুমি বলো
[instrumental break]
[chorus]
নিয়ে যাবো আমি তোমায় নীল আকাশে
স্বপ্নগুলো ভাসবে তোমার মেঘের সাথে
নিয়ে যাবো আমি তোমায় সুরের ভুবনে
ইচ্ছেগুলো আসবে নতুন গান হয়ে
যদি তুমি বলো
letras aleatórias
- letra de advice - dmtboy
- letra de tra poco - avincola
- letra de never know - them hills
- letra de neh neh - tagne
- letra de iou. - yi uhng zacc
- letra de yalla habibi (gta 5 parodie) - teamtalos
- letra de rich - nav & metro boomin
- letra de cleanclean - chetta
- letra de für immer - rogers
- letra de fresh air - homeshake