letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de bichoron - aurthohin

Loading...

তুমি অনেক জনপ্রিয়?
উঠতে, বসতে, হাততালিতে?
আমায় তুমি হটাতে চাও?

মোর বিচরণ অন্যখানে!

চুরি করা রং মাখানো
গান পাওয়া যায় মাঠেঘাটে!
তুমি আমায় গান শোনাবে?
মোর বিচরণ অন্যখানে!

দেখো আজ চারিপাশে
আঁধার আসছে ভেঙে
কোথায় তুমি লুকোবে?
কোথায় তুমি হারাবে?

জনপ্রিয়তার লোভেতে
দিচ্ছ বেচে ছেলে মেয়েকে
যখন তারা বড় হবে
রাখবে কি হাত তোমার হাতে?

ভাবছো তুমি চুপ থাকলে
অতীত সবাই ভুলে যাবে?
আমায় তুমি কি ভোলাবে?
মোর বিচরণ অন্যখানে!

দেখো আজ চারিপাশে
আঁধার আসছে ভেঙে
কোথায় তুমি লুকোবে?
কোথায় তুমি হারাবে?

ভণ্ডামি আর বেচবে কত?
বাজারদর যে গেছে নেমে
দরের হিসেব কষিনি আমি
মোর বিচরণ অন্যখানে

সবকিছুই আজ বেশি বেশি?
চামচা দ্বারা মুখটা খোলে?
একবারও কি মাথায় আসে?
“কোথায় ছিলে?” “কোথায় যাবে?”

দেখো আজ চারিপাশে
আঁধার আসছে ভেঙে
কোথায় তুমি লুকোবে?
কোথায় তুমি হারাবে?

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...