letra de bichoron - aurthohin
Loading...
তুমি অনেক জনপ্রিয়?
উঠতে, বসতে, হাততালিতে?
আমায় তুমি হটাতে চাও?
মোর বিচরণ অন্যখানে!
চুরি করা রং মাখানো
গান পাওয়া যায় মাঠেঘাটে!
তুমি আমায় গান শোনাবে?
মোর বিচরণ অন্যখানে!
দেখো আজ চারিপাশে
আঁধার আসছে ভেঙে
কোথায় তুমি লুকোবে?
কোথায় তুমি হারাবে?
জনপ্রিয়তার লোভেতে
দিচ্ছ বেচে ছেলে মেয়েকে
যখন তারা বড় হবে
রাখবে কি হাত তোমার হাতে?
ভাবছো তুমি চুপ থাকলে
অতীত সবাই ভুলে যাবে?
আমায় তুমি কি ভোলাবে?
মোর বিচরণ অন্যখানে!
দেখো আজ চারিপাশে
আঁধার আসছে ভেঙে
কোথায় তুমি লুকোবে?
কোথায় তুমি হারাবে?
ভণ্ডামি আর বেচবে কত?
বাজারদর যে গেছে নেমে
দরের হিসেব কষিনি আমি
মোর বিচরণ অন্যখানে
সবকিছুই আজ বেশি বেশি?
চামচা দ্বারা মুখটা খোলে?
একবারও কি মাথায় আসে?
“কোথায় ছিলে?” “কোথায় যাবে?”
দেখো আজ চারিপাশে
আঁধার আসছে ভেঙে
কোথায় তুমি লুকোবে?
কোথায় তুমি হারাবে?
letras aleatórias
- letra de drop me shawty - coldharmy
- letra de the heart is a hunter - deer bear
- letra de how deep is your love - jane holiday
- letra de the architect - erra
- letra de the dream - blanked
- letra de cantare - il parto delle nuvole pesanti
- letra de ti assaggerò piano - povia
- letra de lit - lordie the goat
- letra de splendida bugiarda - gemelli diversi
- letra de kings o' glasgow - the real mckenzies