letra de andhaar er doshti bochhor - atmahatya
শহরের কোনও ব্যর্থ কোণে, ঘুরে ফেরে আমার পুরনো সংগ্রাম
পদধ্বনি সেই পরাজয়ের, শুনে গেছি আমি অবিরাম
আমি মরেছি, মরে বেঁচেছি, ফিরে এসেছি বাঁচতে আবার
শুনে দেখোনি, দেখে বোঝনি, মহাকাল যত বলেছে কথা
মনে, ঘরে বসে, হয়ে যায় না তাজমহল
রক্ত, ক্ষত সুপ্ত, পেয়ে গেছি এই দশ বছর
মনে, মনে মনে, বসে ঘরে বসে
রক্ত, ক্ষত সুপ্ত, পেয়ে গেছি এই দশ বছর
বেঁধেছে হাত, বিধাতা আমার
নেমেছে রাত, এখন আমার
ফুরিয়ে যাচ্ছি আমি, অব্যক্ত যন্ত্রনায়
দশটি বছর ধরে, কুড়িয়েছি অন্ধকার
ফুরিয়ে যাচ্ছি আমি, অব্যক্ত যন্ত্রনায়
জাগছে দানব আমার, বিধাতার করতে বিচার
গুলি ছোটে আজ সবার মুখে, মনে তবু সেই অন্ধকার
আঁধারের এই দশটি বছর, বিধাতার এক উপহার
কত মিথ্যা, হাসি ঠাট্টা, দেখে গেছি আমি অবিরত
নিরুপায় লাগে, আজ নিজেকে, পরিকল্পনা সব মিথ্যে হায়
আছি তবু আছি, আছি তোমাদের মাঝে
ভালো আর মন্দ, সবই মনের ভুল
আছি, আজও আছি, আছি তোমাদের মাঝে
ভালো আর মন্দ, সবই মনের ভুল
বেঁধেছে হাত, বিধাতা আমার
নেমেছে রাত, এখন আমার
ফুরিয়ে যাচ্ছি আমি, অব্যক্ত যন্ত্রনায়
দশটি বছর ধরে, কুড়িয়েছি অন্ধকার
ফুরিয়ে যাচ্ছি আমি, অব্যক্ত যন্ত্রনায়
জাগছে দানব আমার, বিধাতার করতে বিচার
letras aleatórias
- letra de playing for sympathy - this glass embrace
- letra de fumée - lucienne delyle
- letra de nerve - brendan thomas meyer
- letra de untitled snippet (4/24/19)* - 21 savage
- letra de if it comes to that - engelbert humperdinck
- letra de run - tv noise x drew love
- letra de perfect plan - mirador
- letra de charity - mev_n
- letra de мечтай(dream) - гансэлло (gansello)
- letra de sipam lean - brzo trči ljanmi