letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de o priya tumi kothay - asif

Loading...

বুকের জমানো ব্যাথা কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে,
অন্যের হাত ধরে চলে গেছো দূরে;
পারিনা তোমায় ভুলে যেতে
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়,,,,
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়,,,,
বুকের জমানো ব্যাথা কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে,
অন্যের হাত ধরে চলে গেছো দূরে;
পারিনা তোমায় ভুলে যেতে
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়,,,,
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়,,,,
ভুল না হয় ছিলো আমার’ই বেশি,
করোনি ক্ষমা করেছো দোষী;
অভিমান লুকিয়ে রাখো যদি
থাকবো সারা জীবন অপরাধী;
প্রতিশোধ নেবে নাও আমি বাধা দেবো না,
শুধু একবার বলে যাও
কেনো আমার হলে না…?
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়….?
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়….?
বুকের জমানো ব্যাথা কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে,
অন্যের হাত ধরে চলে গেছো দূরে;
পারিনা তোমায় ভুলে যেতে
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়,,,,
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়,,,,
ভাবিনি কখনো যাবে চলে,
আমাকে এভাবে একা ফেলে;
স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি
একা কেঁদে কেঁদে ক্লান্ত আমি;
প্রতিশোধ নেবে নাও আমি বাধা দেবো না, একবার বলে যাও কেনো আমার হলে না….?
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়….?
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়….?
বুকের জমানো ব্যাথা কান্নার নোনা জলে,
ঢেউ ভাঙে চোখের নদীতে,
অন্যের হাত ধরে চলে গেছো দূরে;
পারিনা তোমায় ভুলে যেতে
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়.?
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়….?
বুকের জমানো ব্যাথা কান্নার নোনা জলে,
ঢেউ ভাঙে চোখের নদীতে,
অন্যের হাত ধরে চলে গেছো দূরে;
পারিনা তোমায় ভুলে যেতে
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়.?
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়….?
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়….?
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়….?
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়….?
ও প্রিয়া তুমি কোথায়….?

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...