letra de hin - ashes
চলো হারিয়ে, হারিয়ে যাবো
আনন্দ ধারায়!
আর একবার চলো ছুটে যাই,
আঁধার রং এর আলোয়!!
চলো হারিয়ে, হারিয়ে যাবো
আনন্দ ধারায়!
আর একবার চলো ছুটে যাই,
আঁধার রং এর আলোয়!!
ফিরে আসো যেখানে তোমায়
হারিয়ে হারিয়ে আমি!
অন্ধকারে পুড়ে যায় এ মন,
ফিরে আসো এই তোমাতে।
কি হবে ভিজিয়ে কান্না আজ বৃষ্টিতে,
যদি না ভেজাও এ মন
চোখ গুলো মেঘ হয়ে যায়
সারি সারি মেঘ, সাদা ঘুড়িটা
ঝরে যায় বৃষ্টি ধারায়।
কি হবে ভিজিয়ে কান্না আজ বৃষ্টিতে,
যদি না ভেজাও এ মন
চোখ গুলো মেঘ হয়ে যায়
সারি সারি মেঘ, সাদা ঘুড়িটা
ঝরে যায় বৃষ্টি ধারায়।
চলো হারিয়ে, হারিয়ে যাবো
আনন্দ ধারায়!
আর একবার চলো ছুটে যাই,
আঁধার রং এর আলোয়।
চলো হারিয়ে, হারিয়ে যাবো
আনন্দ ধারায়!
আর একবার চলো ছুটে যাই,
আঁধার রং এর আলোয়!!
ফিরে আসো যেখানে তোমায়
হারিয়ে হারিয়ে আমি!
অন্ধকারে পুড়ে যায় এ মন,
ফিরে আসো এই তোমাতে।
কি হবে জল হয়ে
যদি আকাশ মেঘহীন হয়
শব্দহীন শব্দ গানে
মেঘ গুলো মন হয়ে যায়
মনে মনে কতো ছুয়েছি যতো
আজ তুমি তোমার হলে
কি হবে জল হয়ে
যদি আকাশ মেঘহীন হয়
শব্দহীন শব্দ গানে
মেঘ গুলো মন হয়ে যায়
মনে মনে কতো ছুয়েছি যতো
আজ তুমি তোমার হলে
ফিরে আসো যেখানে তোমায়
হারিয়ে হারিয়ে আমি!
অন্ধকারে পুড়ে যায় এ মন,
ফিরে আসো এই তোমাতে।
ফিরে আসো যেখানে তোমায়
হারিয়ে হারিয়ে আমি!
অন্ধকারে পুড়ে যায় এ মন,
ফিরে আসো এই তোমাতে।
letras aleatórias
- letra de mr short cummings - lady saw
- letra de mama, don’t know where heaven is (remix) - colin cutler
- letra de human warfare - gryn
- letra de succes - neli thgod
- letra de bad boys - jimmyvjones
- letra de i’m alone - ethan! you wildin!
- letra de i'll only say this (live) - the holydrug couple
- letra de words like these - ella hooper
- letra de back shots - feddi
- letra de alma mater (university hymn) - alabama state university