letra de desh laal (দেশ লাল) - as omix
[verse 1: cizzy]
দেশ লাল রক্ত লাল,পতাকাটার রংও লাল
চোখ লাল, জিভ লাল, বিষদাঁতের কামড় লাল
কলকাতার মিছিলে হানা দিয়ে তুলে নিয়ে গেলো
কোথায়? সেটাও বাজার লাল
পুলিশ লাল, নেতা লাল, কালো টাকায় মালামাল
গেরুয়া লাল, সবুজ লাল, লাল international
জাত চাই না পাতে চাল? খিদে পেলেই রেগে লাল
তখন border কাঁটাতার সব দুই মিনিটে ভেঙে যায়
শেষে শুধু একখানাই ভেদাভেদ থেকে যায়
fascistগুলোর মুখ-চোখ বেঁধে দিলেও চেনা যায়
বাকিরা সব ভাই-ব্রাদার, পাশাপাশি হেঁটে যায়
যে বাচ্চাগুলোর বাবা হারায়, তারা যখন খেতে চায়
পুরো দুনিয়াটা একসাথে কাজে লেগে যায়
ষোলোয় শহীদ! এমন বুকের পাটা ক’টা হয়?
ভগবান নিদ্রা গেলেও ছাত্রগুলো কথা কয়
বড় ভাইদের বড় ভয় but ছোট ভাইরা কম তো নয়
বাংলাদেশ থেকে city of joy
তারপর গোটা পৃথিবীটাই জড়ো হয়
[chorus: gk kibria]
future জেগেছে নাম তার ছাত্র
wait কর খেলাটা শুরু হলো মাত্র
দেশ চালায় প্রবাসী, কৃষক আর জনগন
সাবধান, হুশিয়ার, সাবধান!
future জেগেছে নাম তার ছাত্র
wait কর খেলাটা শুরু হলো মাত্র
দেশ চালায় প্রবাসী, কৃষক আর জনগন
সাবধান, হুশিয়ার, সাবধান!
[verse 2: mah1]
দেশ আইজ লাল ফুরা রক্তর বন্যায়
আর খতো সইয়া যাইমু ছোউক ওর সামনে অন্যায়
বুক ফাতাইয়া সামনে দিছি আইজ মরনোর ডর নায়
কুত্তা শুয়োর দুই দল কিন্তু খেউ তাকি খেউ খম নায়
what a system দেশোর সিলেট ডুবে ফানিতে
শিক্ষিত দেশ আমার ছাত্র মরে গুলি তে
আমার ভাই ওর জান এবলা তুই ফিরাইয়া দে
আমার বইন ওর ইজ্জৎ এবলা তুই ফিরাইয়া দে
গুলাম জাতির গুলামি আর ফাউ ছাটার অভ্যাস
বাফে খান্দে বুকো লইয়া ৫ বছরর ফুয়ার লাশ
মেধাবীর নাই ঠাই ই দেশো প্রশ্ন ফাঁস এ সর্বনাশ
পুলিশ মারে শিক্ষিকারে খইরা মেট্রিক পাশ
আওয়াজ উঠায় লাখো হান্নানে তুই খয়টারে নিবে রিমান্ডও?
শাসন খইয়া তুই শোষণ খররে আর কিতা তর ডিমান্ড ও
টেখার গেছে দেশ অসহায় ইকানো বিক্রি অই যায় commando
সারা শরীর বিষে ভরা russel viper থাকিও বিষাক্ত
[chorus: gk kibria]
future জেগেছে নাম তার ছাত্র
wait কর খেলাটা শুরু হলো মাত্র
দেশ চালায় প্রবাসী, কৃষক আর জনগন
সাবধান, হুশিয়ার, সাবধান!
future জেগেছে নাম তার ছাত্র
wait কর খেলাটা শুরু হলো মাত্র
দেশ চালায় প্রবাসী, কৃষক আর জনগন
সাবধান, হুশিয়ার, সাবধান!
[verse 3: aatongko]
রক্ত আজকেও দিসি, রক্ত কালকেও দিমু
নিলামে তুলসি জিন্দা লাশ, একদিন স্বাধীন হমু
রক্তের ওপরে কিসের সংলাপ, যেইখানে শাসনের হুকুম
পিচাশ মারলো আমার ভাইরে,কারে কৈফিয়ত দিমু?
হায় রে সোনার বাংলাদেশ, হায় রে আমার মাতৃভূমি
মায়ের পরে চিনসি তোরে, আফসোস শাসন করে খুনি
আজকে স্বাধীন দেশে মানুষ মরে, রাইতে কবর গণি
নিষ্পাপ লাশের আর্তনাদে শত মায়ের কান্না শুনি
রাস্তায় ভাসে ভয়ের রক্ত
চারপাশে বুলেটের শেল আর লাশের গন্ধ
ছিটিয়ে পরা স্বপ্ন, সবার না বলা গল্প
অশ্রুভেজা চোখে আমরা হাতে নিলাম আগামীর স্বপ্ন
না থামবে না আমাদের এই গর্জন
যতদিন না স্বাধীনতা করবো অর্জন
যোদ্ধা আমরা শত্রুমুখে মানি না কোনো বারণ
বাংলার মাটিতে জন্ম আমার এইখানেই মরণ
[chorus: gk kibria]
future জেগেছে নাম তার ছাত্র
wait কর খেলাটা শুরু হলো মাত্র
দেশ চালায় প্রবাসী, কৃষক আর জনগন
সাবধান, হুশিয়ার, সাবধান!
future জেগেছে নাম তার ছাত্র
wait কর খেলাটা শুরু হলো মাত্র
দেশ চালায় প্রবাসী, কৃষক আর জনগন
সাবধান, হুশিয়ার, সাবধান!
[verse 4: sadiqul ayat]
লাশের গন্ধ নাকে যখন success থাকবো top-এ
সরকার আসর বহায় রাইতে হাজার মানুষ মরল fight-এ
আন্দোলন চলসে তহন তরা চাক্কু ছুরি আনলি কেন?
তহন মরলো বুদ্ধিজীবী, এহন বুঝি সাইদ মরলো কেন?
ভাবসে পিছায় যাইবো মানুষ জাত এত বলদ না
এত বছর পাইরা গেসে এহন হয়তো পারবো না
গুল্লি করবি বুক পাতসি করলে করবি জোর দিয়া
আশা আমগো ভিত্তে স্বাধীনতা আনমু জান দিয়া
phone check কইরা লাভ কী আশা আমগো বিজয়ের
জবাব দিবি রক্তের প্রত্যেক বিচার হাশর ময়দানে
রণক্ষেত্র রাস্তায় এডা, movie না ভায়া বাংলাদেশ
ঠাণ্ডা হইবো, সব বিচার হইবো, কথা দে
বানাইতে থাক syndicate, ভাঙতে থাকবো barricade
রক্ত দিয়া দেশ অর্জন ‘৭১-এর সময় শেষ
স্বাধীনতার যুদ্ধ ২০২৪-এর
রাস্তায় নামলে মরতে হইবো living in this sh-t state
[chorus: gk kibria]
future জেগেছে নাম তার ছাত্র
wait কর খেলাটা শুরু হলো মাত্র
দেশ চালায় প্রবাসী, কৃষক আর জনগন
সাবধান, হুশিয়ার, সাবধান!
future জেগেছে নাম তার ছাত্র
wait কর খেলাটা শুরু হলো মাত্র
দেশ চালায় প্রবাসী, কৃষক আর জনগন
সাবধান, হুশিয়ার, সাবধান!
[verse 5: ian ishraque]
eighty-eight beats per minute, feel the rhythm hit
students in the streets, yeah we’re tired of this
on fire, bound to rise higher
gunpowder in the air, but we’re fuel to the pyre
from the campuses to city squares, the movement grows
every step we take then the message goes
facing death and tear gas, but we don’t flinch
for justice and truth, every inch by inch
what happened in the mirror room that was a secret
it has just been revealed now we can’t celebrate
all these people in the torture cell, must have been h-ll
fascist government, your time is up, farewell
facing adversity, we rise and defy
we’re the heartbeat of the nation, listen to our cry
from the shadows to the light, we’re breaking through
this is our time, our fight, we’re coming for you
letras aleatórias
- letra de um anjo como tu - slimmy
- letra de tears - narelle
- letra de zagłada część 1: wirus t - słoń (pl)
- letra de vedä se yli feat. koala kläk - timo pieni huijaus
- letra de a.c.a.b. - celo & abdi
- letra de vultures - the offspring
- letra de fochbecker chaussee - kim larsen & bellami
- letra de pink leather intestines - hodgy
- letra de soldier (remix) - dai
- letra de contact - raya