letra de dhushor shomoy - artcell
[verse 1]
নোনা স্বপ্নে গড়া তোমার স্মৃতি
শত রঙে রাঙিয়ে মিথ্যে কোনো স্পন্দন
আলোর নিচে যে আঁধার খেলা করে
সে আঁধারে শরীর মেশালে হে…
নোনা স্বপ্নে গড়া তোমার স্মৃতি
শত রঙে রাঙিয়ে মিথ্যে কোনো স্পন্দন
আলোর নিচে যে আঁধার খেলা করে
সে আঁধারে শরীর মেশালে হে…
[chorus]
আজ আমি ধূসর কি রঙিন সময়ে
পথ হারাই তোমাতে
[verse 2]
জীবনের কাঁটা তারে তুমি
অন্তমিলের অপূর্ণতায়
বেওয়ারিশ ঘুড়ি উড়ে যাও অনাবিল
আকাশের শূণ্যতায়
তবু আমি…
[bridge]
কি খুঁজি মানুষের বিষাদের চোখে
কোথায় আলোর উৎসবে স্বপ্নের প্রতিবিম্ব ভাঙে
একা একা আমি থাকি দাঁড়ায়ে
স্মৃতির ঝড়ো বাতাসে
দুজনার শরীর মেশাই
কি খুঁজি মানুষের বিষাদের চোখে
কোথায় আলোর উৎসবে স্বপ্নের প্রতিবিম্ব ভাঙে
একা একা আমি থাকি দাঁড়ায়ে
স্মৃতির ঝড়ো বাতাসে
দুজনার শরীর মেশাই
[chorus]
আজ আমি ধূসর কি রঙিন সময়ে
পথ হারাই তোমাতে
[verse 2]
জীবনের কাঁটা তারে তুমি
অন্তমিলের অপূর্ণতায়
বেওয়ারিশ ঘুড়ি উড়ে যাও অনাবিল
আকাশের শূণ্যতায়
জীবনের কাঁটা তারে তুমি
অন্তমিলের অপূর্ণতায়
বেওয়ারিশ ঘুড়ি উড়ে যাও অনাবিল
আকাশের শূণ্যতায়…
তবু আমি…
letras aleatórias
- letra de malviaje - anwar malviaje
- letra de psicodélicos - los flakos
- letra de changa - aghor & ikka
- letra de something in the air - forevrmore
- letra de i save me - diane warren
- letra de муза (muse) - veqque
- letra de white devil - mesus
- letra de folie douce - malik djoudi
- letra de desperdício - arthur valladão
- letra de migraine - oh gasm! & scriptz