letra de chai - arnob
Loading...
একটা একটা এলোমেলো পায়ে
একটু একটু তোমার কাছেই যাওয়া
একটা দুটো অচেনা কথার মোড়ে
একটু একটু তোমায় খুজেই পাওয়া
মেঘের থেকে আকাশ ছোঁয়া
মেঘ করে সব চুরি
চাঁদ পোড়ানো রাত জাগার আড়ষ্ট নাই
ভাবছি যত উজার করে দিচ্ছি আমার সব
আসলে এসব তোমার কাছেই চাই
একটা একটা ঘুম ভাংগানোর ছলে
একটু একটু স্বপ্ন দেখে সারা
একটা দুটো বায়না বাকি রেখে
একটু একটু নিজের কাছেই হারা
letras aleatórias
- letra de bez ciebie - izuma (pl)
- letra de hacia el nuevo mundo - riviere
- letra de santa claus will find you - brandon heath
- letra de αχ ευρώπη (ax europi) - tzimis panousis
- letra de shehar - saurav singh
- letra de why do i try? - the treedome
- letra de live from the biggest concert ever - did dood
- letra de player - nikita burgess
- letra de wheeling - ozkar
- letra de nice watch - mario bro's (mw)