letra de tumi khub sundor (তুমি খুব সুন্দর) - ariyan mehedi
Loading...
তুমি খুব সুন্দর, কেনো যে জানিনা
জানিনা
কি মায়ায় পড়েছি তোমার, কেনো
যে বুঝিনা
ভিতরো বাহিরে, হৃদয়ও গভীরে
আছো তুমি, আছো তুমি
বোঝনা কেন যে, কত যে তোমাকে
বাসি ভালো, শুধুআমি
তুমি খুব সুন্দর, কেনো যে জানিনা
জানিনা
কি মায়ায়, পড়েছি তোমার, কেনো
যে বুঝিনা
একটি বার নয়, বারবার তোমাকে
বোঝাতে চেয়েছি তুমি আমার
মন যে মানে না, কিছু তো বুঝে না
কবে হবে তুমি আমার (x2)
তোমাকে ভেবে ভেবে আজ, সময়
যে কাটেনা
কি মায়ায়, পড়েছি তোমার, কেনো
যে বুঝিনা
ভিতরো বাহিরে হৃদয়ও গভীরে
আছো তুমি আছো তুমি
বোঝনা কেন যে, কত যে তোমাকে
বাসি ভালো, শুধু আমি
তুমি খুব সুন্দর, কেনো যে জানিনা
জানিনা
কি মায়ায় পড়েছি তোমার, কেনো
যে বুঝিনা
letras aleatórias
- letra de getting older - spaceboyry
- letra de i'm past this - isaac and the brain
- letra de in den venen (pastiche/remix/mashup) - world wide rap
- letra de honesty - læy
- letra de a igreja prevalecerá - helem pricila
- letra de my twin - mxlachi
- letra de login - digital dav
- letra de punch day - punchmade dev
- letra de best friend - brendon tayler
- letra de vibe city - essare