
letra de tomake bhalobeshe jete chai (from "taandob") - arindom & shirsha chakraborty
[verse 1]
আমি তোমার মনের ভীষণ কাছে
তবুও কেন দেখেও দেখো না
তোমার কাছে যে সব রাখা আছে
সে সব কথা কাউকে বলো না
[chorus]
তোমাকে ভালোবেসে যেতে চাই
তোমাকে আরো পাশে পেতে চাই
তোমাকে ভালোবেসে যেতে চাই
তোমাকে আরো কাছে পেতে চাই
[verse 2]
কত কি আর বলি তোমার নামে
তোমার কাছে আমি কে যে হই
আছো তুমি এ দুনিয়ার মাঝে
তুমি আমার গল্পকথার বই
[chorus]
তোমাকে ভালোবেসে যেতে চাই
তোমাকে আরো পাশে পেতে চাই
তোমাকে ভালোবেসে যেতে চাই
তোমাকে আরো কাছে পেতে চাই
[verse 3]
তবে তো হলো না আর
আমি কে, কে তোমার?
এই তুমি নেই তুমি
বলো, যাই আর কোথায়?
[pre-chorus]
মেঘলা দিন একলা রাত
নামলো ঝড় কি হঠাৎ
বলো না এক কথায়
পাবো কোথায় তোমায়?
তুমি চাইলেই যে ঘর বাঁধবে
তুমি জুড়বো রাতের তারাতে
তাতে সাজবে সব আমাদেরই
হাতে তৈরি হওয়া দিন
[chorus]
তোমাকে ভালোবেসে যেতে চাই
তোমাকে আরো পাশে পেতে চাই
তোমাকে ভালোবেসে যেতে চাই
তোমাকে আরো কাছে পেতে চাই
letras aleatórias
- letra de 紫 (purple) - tooboe
- letra de stone gods - steve kilbey
- letra de i'm in love with everyone i know (sex times three version) - marc with a c
- letra de close it out - dante cage
- letra de never trust a man - wouter hamel
- letra de christmas more than ever - the steeles
- letra de “xanax: knock anxiety out” - busta rhymes
- letra de fuck up - bm
- letra de intryga - ace (pl)
- letra de my bedroom - icosahedron