letra de ektuku choya lage - arindam
Loading...
একটুকু ছোঁয়া লাগে
একটুকু কথা শুনে
তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনে
কিছু পলাশের নেশা
কিছু বা চাপায় নেশা
তাই দিয়ে সুরে সুরে
রঙে রসে জাল বুনি
রুচি মম ফাল্গুনে
একটুকু ছোঁয়া লাগে
একটুকু কথা শুনে
যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে
চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে
যেটুকু যায় রে দূরে
ভাবনা কাঁপায় সুরে
তাই নিয়ে যায় বেলা
নূপুরের তাল গুণে
রুচি মম ফাল্গুনে
একটুকু ছোঁয়া লাগে
একটুকু কথা শুনে
তাই দিয়ে মনে মনে
রুচি মম ফাল্গুনে
একটুকু ছোঁয়া লাগে
একটুকু কথা শুনে
news you might be interested in
letras aleatórias
- letra de der frohe wandersmann - felix mendelssohn
- letra de bra1nr0tc0r3 - kickdoeclique
- letra de ich hoff auf gott - carl philipp emanuel bach
- letra de alone - black ego
- letra de dna - tra (deu)
- letra de te dejo en libertad - verónica ávila
- letra de you did me dirty - braydentb
- letra de passa - marcus yazbek
- letra de "invalid/ebaniy кукурузник" ft. avdeevx - luh m
- letra de leave me alone - gvllow