letra de thik emon ebhabe (from "gangster") - arijit singh & arindom chatterjee
ঠিক এমন এভাবে
তুই থেকে যা স্বভাবে
আমি বুঝেছি ক্ষতি নেই
আর তুই ছাড়া গতি নেই
ছুঁয়ে দে আঙুল
ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা
কথা দেওয়া থাক
গেলে যাবি, চোখের বাইরে না
ছুঁয়ে দে আঙুল
ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা
কথা দেওয়া থাক
গেলে যাবি, চোখের বাইরে না
তোরই মত কোন একটা কেউ
কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়
তোরই মত কোন একটা ঢেউ
ভাসিয়ে আমায়, দুরে নিয়ে যায়
ছুঁয়ে দে আঙুল
ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা
কথা দেওয়া থাক
গেলে যাবি, চোখের বাইরে না
ছুঁয়ে দে আঙুল
ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা
কথা দেওয়া থাক
গেলে যাবি, চোখের বাইরে না
আটকে তোকে রাখতে চাইছি খুব
সকালে আমার, বিকেলে আমার
তুই ডাক না দিলে থাকব আমি চুপ
দিনেতে আমার, দুপুরে আমার
ঠিক এমন এভাবে
তুই থেকে যা স্বভাবে
আমি বুঝেছি ক্ষতি নেই
আর তুই ছাড়া গতি নেই
ছুঁয়ে দে আঙুল
ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা
কথা দেওয়া থাক
গেলে যাবি, চোখের বাইরে না
ছুঁয়ে দে আঙুল
ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা
কথা দেওয়া থাক
গেলে যাবি, চোখের বাইরে না
অভিজিত প্রামানিক অনিক
letras aleatórias
- letra de the theme söng - lil jeepr
- letra de sailship - twotimer
- letra de throat full of pills - tony flawless
- letra de izbranite - bliznacite
- letra de headstone - majinblxxdy
- letra de lucky - andrew wells (rapper)
- letra de ダーウィン (darwin) - tsushi mamire
- letra de i wanna - soulgirls
- letra de white vine - bass drum of death
- letra de give a little kindness - lloyiso