letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de dao haat bariye - arif

Loading...

দিলাম তুলে দুচোখে
পৃথিবীর স্বপ্ন যত
দিলাম ভরে দুহাতে

হৃদয়ের আলো যত
না না ভুলে যাবো না
মনে আসুক না যত প্রলয়
না না মেনে নেবো না
শত বিষাদের কোনো পরাজয়

দাও দাও হাত বাড়িয়ে
আছি পাশে দাঁড়িয়ে
নাও নাও বুকে জড়িয়ে
দিও না একা ফিরিয়ে

দেখেছি তুমি হাসো না যখন
মনের আকাশে সন্ধ্যা নামে
দেখেছি তুমি থাকো না যখন
শূন্যতায় পৃথিবীটা থামে

না না মেনে নেবো না
শত বিষাদের কোনো পরাজয়

দাও দাও হাত বাড়িয়ে
আছি পাশে দাঁড়িয়ে
নাও নাও বুকে জড়িয়ে
দিও না একা ফিরিয়ে

জেনেছি তুমি আসবে না যখন
তারারা জ্বালবে না আলো
জেনেছি তুমি থাকবে না যখন
পৃথিবী হবে আধার কালো

না না মেনে নেবো না
শত বিষাদের কোনো পরাজয়

দাও দাও হাত বাড়িয়ে
আছি পাশে দাঁড়িয়ে
নাও নাও বুকে জড়িয়ে
দিও না একা ফিরিয়ে

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...