letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de tomar haat dhore ami aj bhorer opekkhay - arekta rock band

Loading...

[verse 1]
যদি বলি হারাতে চাই
লোকালয়ে লুকানো ছায়ায়
তুমি কি হাত বাড়িয়ে দেবে?
খুঁজে পাবে না কেউ তোমায়
আলো-আঁধারে চলো মিশে যাই
মুক্তি সব বিকল নিয়ম থেকে

[hook]
এই নীল রঙ রাতে
লাল রঙের মাঝে
রংধনু বানাই
ফেরারি চোখের মোহে
উপেক্ষা যত নিয়ম
চলো আজ হারাই
[instrumental]

[verse 2]
কতবার শুনেছি কত
নিষেধ সব রঙগুলো
দুর্নিবার তবুও ইচ্ছা
বাঁধ ভেঙে দাও, জোয়ার আনাই
বন্যার জলে আজ সব ভাসাই
পারি দেবো এই সাগর ভেলায়

[hook]
এই নীল রঙ রাতে
লাল রঙের মাঝে
রংধনু বানাই
ফেরারি চোখের মোহে
উপেক্ষা যত নিয়ম

[chorus]
মাতাল সুরের মূর্ছনাতে
যেন ডাক শোনা যায়
তোমার হাত ধরে আমি আজ
ভোরের অপেক্ষায়
অপেক্ষায়…

[guitar solo]
[bridge]
সকালের মিষ্টি রোদে
দুটো গান, বাজে একই সুরে

[chorus]
মাতাল সুরের মূর্ছনাতে
যেন ডাক শোনা যায়
তোমার হাত ধরে আমি আজ
ভোরের অপেক্ষায়
অপেক্ষায়…

[outro]
(অপেক্ষায়…)
(অপেক্ষায়…)
(অপেক্ষায়…)
(অপেক্ষায়…)
(অপেক্ষায়…)
(অপেক্ষায়…)

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...