
letra de notun shokal - arekta rock band
Loading...
[verse]
মেঘ দেখে হয় তোমার ভয়
ভীষণ ঝড় বজ্রপাতে
কালবৈশাখী ধোঁকা দেয়
আর আমি নিচে দাঁড়িয়ে
ডানা মেলতে দেখি তোমাকে
ছুটি নিয়ে এ শহর থেকে
[chorus]
বোকা পাখি দাও তুমি উড়াল
আকাশে হারিয়ে যাও
দূরে কোথাও
বোকা পাখি দাও তুমি উড়াল
নতুন নীড় খুঁজে নাও
দূরে কোথাও
[instrumental]
[pre-chorus]
গোলাপি আকাশে
সীমানা ছেড়ে দূরে তাকাও
পড়ন্ত বিকেলে সন্ধ্যা নেমে এলে
তুমি জেনো আছি পাশে তোমার
[chorus]
বোকা পাখি দাও তুমি উড়াল
আকাশে হারিয়ে যাও
দূরে কোথাও
বোকা পাখি দাও তুমি উড়াল
নতুন নীড় খুঁজে নাও
দূরে কোথাও
[instrumental]
[outro]
হয়তো-বা দেখা হবে
দূর সাগর পাড়ে
সূর্য বেয়ে আসবে
নতুন সকাল
letras aleatórias
- letra de satélite no setor - kevin o chris
- letra de саранча (sarancha) - бакей (bakey)
- letra de lo faccio bene (qvc6) - gemitaiz
- letra de change her mind - dave adkins
- letra de delam gerefte - sirvan khosravi
- letra de today - lang lo
- letra de brokat - bob one
- letra de vsop - yung trappa & sil-a
- letra de hallowed be thy name - dream theater
- letra de ocean of night (henri pfr remix) - editors