letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de ke ami - arekta rock band

Loading...

[verse 1]
রাত পোহায়
সাজানো শয্যা
এখন আঁধারে
আড়মোড়া ভেঙে তাকাই
স্বপ্নের দিকে

[pre-chorus]
হিসেবের খাতা খোলা
কী পাই, কী যে হারাই
প্রশ্ন করি অজানায়
[chorus]
পেতে চাওয়ার এই নেশায়
কোথায় আমার পরিচয়
অন্তহীন এই ছুটে চলা

[instrumental]

[verse 2]
দিন গড়ায়
খরস্রোতা
গতিময়তা
নির্বাসিত একা
স্বেচ্ছায় মেনে চলি

[pre-chorus]
শৃঙ্খলিত মূহুর্তের খাতা খোলা
কী পাই, কী যে হারাই
অজানায়

[chorus]
পেতে চাওয়ার এই নেশায়
কোথায় আমার পরিচয়
অন্তহীন এই ছুটে চলা

[instrumental]
[chorus]
কে আমি?
কে আমি?
কে আমি? কে?

[instrumental]
[chorus]
পেতে চাওয়ার এই নেশায়
কোথায় আমার পরিচয়
অন্তহীন এই ছুটে চলা

[chorus]
কে আমি?
কে আমি? কে?
কে আমি?

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...