letra de obastob - arbovirus
Loading...
[verse 1]
আমার সব অবাস্তব
অনেক বেশি আবেগী
প্রয়োজনে অবাঞ্ছিত
স্বপ্নঘোরে বিবাগী
সবার কাছ জীবন মানে
নিয়মে ঘেরা অনুনয়
আমার কাছে সেটা শুধুই অভিনয়
[chorus]
থামবো সবাই একই শেষে
আজকে না হয় খানিক বাদে
কী লাভ হলো সবার সুখে
রাঙিয়ে জগৎটাকে?
[instrumental break]
[verse 2]
তীব্র ক্ষোভে ধার করা সুখ
কারণ বিহীন বিলীন হয়
ঘুনে খাওয়া স্মৃতি গুলো
ধুলোর মাঝে আটকে রয়
বিরামহীন খুঁজছি আজ
সব শেষের ঐ শেষটা তাই
নীলচে অবশ অলসতায়
দুঃখ গুলো হচ্ছে ছাই!
[chorus]
থামবো সবাই একই শেষে
আজকে না হয় খানিক বাদে
কী লাভ হলো সবার সুখে
রাঙিয়ে জগৎটাকে?
[guitar solo]
[chorus]
থামবো সবাই একই শেষে
আজকে না হয় খানিক বাদে
কী লাভ হলো সবার সুখে
রাঙিয়ে জগৎটাকে?
letras aleatórias
- letra de jesus take the wheel - brett james, gordie sampson & hillary lindsey
- letra de mama - aca lukas
- letra de đời đá vàng - vũ thành an
- letra de real things - frazer (frazerxvii)
- letra de old school’s in - heath sanders
- letra de i want you back in my life - smith & burrows
- letra de drunk soldier - osíris (prt)
- letra de suicide - haft band
- letra de wouldn't that be nice? - sun era
- letra de meepers jeepers - asa ice