letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de mon bhalo nei (from "shaheb bibi golaam") - anupam roy

Loading...

কোথায় ছিলে সেই সকালে
তোমায় খুজছে কলের জল
বৃষ্টি নেমেছিল সেই সকালে

তোমার জানলা সব অচল

কোথায় ছিলে সেই সকালে
তোমায় খুজছে কলের জল
বৃষ্টি নেমেছিল সেই সকালে
তোমার জানলা সব অচল

আর একটা রোদের দিন
চাইতে পারি না
লজ্জা রাঙা থাক, আমার তপস্যের
আর এক দু ফোটা নীল
পোস্ট অফিসের নাম
ভুল লিখেছি ভুল করে
কেন যে…

তাই ভাল নেই, ভাল নেই
মন ভাল নেই, ভাল নেই
তাই ভাল নেই, ভাল নেই
মন ভাল নেই, ভাল নেই
যেন ঘষা কাচে ঘষে গেছে চক

খবর আসে বারো মাসে
তের ভাবে ছোঁয়া যায়
বেচে ওঠে সেই সকালে
গাছের পাতা ভরসা পায়

আর একটা রোদের দিন
চাইতে পারি না
লজ্জা রাঙা থাক, তোমার তপস্যের
আর এক দু ফোটা নীল
পোস্ট অফিসের নাম
ভুল লিখেছি ভুল করে
কেন যে…

তাই ভাল নেই, ভাল নেই
মন ভাল নেই, ভাল নেই
তাই ভাল নেই, ভাল নেই
মন ভাল নেই, ভাল নেই
যেন ঘষা কাচে ঘষে গেছে চক

আর একটা রোদের দিন
চাইতে পারি না
লজ্জা রাঙা থাক, তোমার তপস্যের
আর এক দু ফোটা নীল
পোস্ট অফিসের নাম
ভুল লিখেছি ভুল করে
কেন যে…

তাই ভাল নেই, ভাল নেই
মন ভাল নেই, ভাল নেই
তাই ভাল নেই, ভাল নেই
মন ভাল নেই, ভাল নেই
যেন ঘষা কাচে ঘষে গেছে চক

তাই ভাল নেই, ভাল নেই
মন ভাল নেই, ভাল নেই
তাই ভাল নেই, ভাল নেই
মন ভাল নেই, ভাল নেই
যেন ঘষা কাচে ঘষে গেছে চক

সমাপ্ত

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...