letra de aami shei manushta aar nei - anupam roy
[verse 1]
তুমি যাকে দেখো রোজ একা হেঁটে আসে
তার ঘরে হেরে যাওয়া ধ্রুবতারা ভাসে
আমি সেই মানুষটা নেই
আমি সেই মানুষটা নেই
চোখে তার মায়া ছিল, মুখে তার স্নেহ
ইদানিং সে গাড়ি চাপা কুকুরের মৃতদেহ
আমি সেই মানুষটা আর নেই
মিলিয়ে যেন গেছি ঈশ্বরে
[pre-chorus]
চোখে জল আসে না, খুবই তুচ্ছ এই ব্যাপার
আমি এগিয়ে যাই এবার
[chorus]
প্রলয়ের জলে আমি বানভাসি
প্রতিশোধ অভিলাষী
হয়ে বার বার ফিরে ফিরে আসি
আমার মুক্তি এই ধরাধামে বৈকুণ্ঠের খামে
আমি চিঠি হই নেমেসিস নামে
[instrumental break]
[verse 2]
মহীরুহ নত হয়, বুকে তার ক্ষত
দেবতার কথা রাখে মানুষের ব্রত
আমি সেই মানুষটা নেই
আমি সেই মানুষটা নেই
সব কিছু শেষ হয় সময়ের তাগিদে
তবু কেন মেটে না আগুনের খিদে
আমি সেই মানুষটা নেই
মিলিয়ে যেন গেছি ঈশ্বরে
[pre-chorus]
চেনা মৃত্যু পোশাকে কারা ডাকছে আমাকে
ওই নক্ষত্রের ঝাঁকে
[chorus]
প্রলয়ের জলে আমি বানভাসি
প্রতিশোধ অভিলাষী
হয়ে বার বার ফিরে ফিরে আসি
আমার মুক্তি এই ধরাধামে বৈকুণ্ঠের খামে
আমি চিঠি হই নেমেসিস নামে
letras aleatórias
- letra de juultje ❤️ stefan - stefan jurriëns
- letra de my everything (part iiii) - b lovee
- letra de swannanoa - janis ian
- letra de daddy issues - thony clash
- letra de lonely - zoe wees
- letra de feelin' frisky - syl johnson
- letra de a storm is rising - de/vision
- letra de sufletu - doc
- letra de dangerous - set it off
- letra de i want - lxstensxul.