letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de আমার শহর (amar shawhor) - anupam roy

Loading...

আমি জানি তুমি সঙ্গীহিন
বাড়ি ফিরে এসে এঁটো বাসনের ভিড়ে
বসে তুমি ভাবো
শহরে ভালবাসা নেই
কোন প্রিয় গাছ নেই
কোন প্রিয় গলি নেই।
আমি জানি তুমি বাঁচতে চাও
আরো ভালো ভাবে থাকতে চাও বলেই
তুমি খাটো
যখন দেখো আশা নেই
থেমে আছো ওখানেই
কাজের কোন দাম নেই ..

শুধু যন্ত্রনার বেলুন ওড়ে আকাশে
মৃত কারখানা আর কালিতে ঢাকা সে
ধুলো জমে আছে আমার শহর
ভেঙেচুরে গেছে আমার শহর
গুলি লেগে আছে আমার শহর
চটি ছিঁড়ে গেছে আমার শহর
তবু শেকড়ের টানে
আমি ট্রাম লাইন আঁকড়িয়ে থাকি ..

এই শহরে ঘুম ভাঙে
দেখে নদী ঘোলা জলে মনমরা হয়ে
একা শুয়ে আছে
চোখ জ্বলে ধোঁয়াতে
আধঘুম শোয়াতে
আধখানা ছোঁয়াতে।
তবু ছেড়ে যেতে চাইছো না
ফিরে ফিরে আসো বার বার
চেনা কোন প্রেমিকার টানে
দেওয়ালে আঁকা ছবিকে
ভুলে যাওয়া কবিকে
ফিরে পেতে নিজেকে ..
শুধু যন্ত্রনার বেলুন ওড়ে আকাশে
আর ট্রাফিকের আর্তনাদে ঢাকা সে
ধুলো জমে আছে আমার শহর
ভেঙ্গেচুরে গেছে আমার শহর
গুলি লেগে আছে আমার শহর
চটি ছিঁড়ে গেছে আমার শহর
তবু শেকড়ের টানে
আমি ট্রাম লাইন আঁকড়িয়ে থাকি ..

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...