letra de tomay niyei golpo hok - anupam roy & prashmita paul
Loading...
ভিজছে কাক, আয়না থাক
দেখুক তোমায় ফুলের দল
পথের বাক, আনতে যাক
বৃষ্টি ধোঁয়া কলসি জল
শহরতলি জুড়ে, গলির মোড়ে মোড়ে
তোমায় নিয়েই গল্প হোক
জানি তোমার ছন্দে অন্তমিল নেই
তোমার উর্ধ্বগামী বালিশ ছেড়া
স্বপ্ন ধোয়া উড়ছে উড়ুক উড়ছে উড়ুক
তোমার চোখ, মেঘলা হোক
তোমার কথাই পড়ছে মন
আঙুল ছোয়া মুদ্রাদোষ
তোমার কথার খুব ওজন
হাজার করতালি, তোমায় বলে খালি
তোমায় নিয়েই গল্প হোক
জানি তোমার ছন্দে অন্তমিল নেই
তোমার উর্ধ্বগামী বালিশ ছেড়া
স্বপ্ন ধোয়া উড়ছে উড়ুক উড়ছে উড়ুক
letras aleatórias
- letra de knockin’ on heaven’s door (live at the royal albert hall) - eric clapton
- letra de addicted this apathy - supe (metal band)
- letra de fal - yase
- letra de дикий дэнс(wild dance) - sleetil
- letra de sobriety / your highness - iamderrick!
- letra de du kiyum be’ahava - דו קיום באהבה - ester shamir - אסתר שמיר
- letra de scared to go to sleep (lullaby version) - carobae
- letra de bisturí - harol butch
- letra de ténèbres - kaizen le khan
- letra de kwella kwella - the colts (doo-wop)