
letra de mondo hotona - antu dash
[verse 1]
টুপ-টাপ ধোঁয়া
সাথে তোর হাত ছোঁয়া
কপালে চুমু আঁকা
গন্তব্যের শরীরে
সব আলপনা ভালো
ভুল-ত্রুটি নিয়ে বাঁচা
[pre-chorus]
ফেলে আসা নিস্তব্ধতার ভিড়ে
অনিয়ম অযথা শরীরে
ফেলে আসা নিস্তব্ধতার ভিড়ে
অনিয়ম অযথা শরীরে
[chorus]
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না
[instrumental break]
[verse 2]
আড়ি পেতে থাকে পিছুটান
আড়ি পেতে থাকে পিছুটান
কোথায় হারায় বন্ধু
ছায়ানটে অদৃশ্য আবির
জলছবি জুড়ে সিন্ধু
ছায়ানটে অদৃশ্য আবির
জলছবি জুড়ে সিন্ধু
[chorus]
তুমি আমার হলে মন্দ হতো না
[pre-chorus]
ফেলে আসা নিস্তব্ধতার ভিড়ে
অনিয়ম অযথা শরীরে
ফেলে আসা নিস্তব্ধতার ভিড়ে
অনিয়ম অযথা শরীরে
[chorus]
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না
letras aleatórias
- letra de death wish - emmv
- letra de the revenant/better run - ludus
- letra de achso - play69 & sipo
- letra de set-fire - dayshell
- letra de extra-ordinarios - el artefuckto
- letra de one more song - joey cape
- letra de never go down - lil flow
- letra de tr3s - juan vegas
- letra de loves gone - amaru son
- letra de introduction - cameronf305